স্বাদের চিকেন সবজি রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ22 days ago

sabji (31).jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর প্রকৃতির সাথে সুন্দর অনুভূতি ধরে রাখার চেষ্টা করছি। আজকে অবশ্য একটু সকাল সকাল ঘুম হতে উঠেছি, যদিও আজকের সকালের প্রকৃতি কিছুটা ঠান্ডা এবং মেঘলা প্রকৃতি দেখা যাচ্ছে। প্রকৃতির এমন ভাব দেখে মনে হয় প্রচুর বৃষ্টিপাত হতে পারে। সে যাইহোক, আজকের প্রকৃতি এমন সুন্দর ও মেঘলা থাকুক সেই প্রত্যাশা আমারও কারণ আজকে সারাদিন বাড়িতে থাকবো এবং ছুটি উপভোগ করার চেষ্টা করবো। এটা সত্যি যে, মাঝে মাঝে এমন প্রকৃতিতে বাড়িতে থাকা এবং স্বাদের রেসিপি উপভোগ করার দারুণ সুযোগ গ্রহণ করতে দারুণ লাগে।

এখন তো প্রযুক্তি আমাদের অনেক সুবিধা করে দিয়েছে, সিজন ছাড়াও সিজনাল ফল-সবজি খাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি ইচ্ছে করলেই প্রযুক্তি সুবিধা নিয়ে অসময়ে ভিন্ন স্বাদের সবজির স্বাদ বা রেসিপির স্বাদ গ্রহণ করতে পারবেন। যেমন আজকে আমি চিকেন সবজির রেসিপি শেয়ার করবো সেখানে কাঁঠালের বিচি আছে। সেটা ফ্রিজে রাখা ছিলো, তো এখানে চিকেনের সাথে সাথে ধুন্দল, চাল কুমড়া, কাঁচকলা দিয়ে তৈরী করা হয়ছে। সুতরাং বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হয়েছে। যাইহোক, চলুন তাহলে রেসিপিটি আগে দেখি-

sabji (2).jpg

রেসিপির উপকরণঃ

  • মুরগির মাংস
  • চাল কুমড়া
  • ধুন্দল
  • কাঁচকলা
  • টমেটো
  • কাঁঠাল বিচি
  • টমেটো
  • পিঁয়াজ
  • কাঁচা মরিচ
  • দারচিনি, এলাচ, তেজপাতা
  • গরম মসলা গুড়া
  • আদা রসুন পেষ্ট
  • মরিচ গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

sabji (5).jpg

sabji (8).jpg

sabji (9).jpg

প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি তারপর দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর পুনরায় চিকেন কুচি দিয়ে পুনরায় হালকা ভেজে নিয়েছি।

sabji (10).jpg

sabji (12).jpg

sabji (14).jpg

এরপর মসলাগুলো দিয়ে একটু কষা করে নিয়েছি, তারপর টমেটোর স্লাইস, চালকুমড়া, ও কাঁঠালের বিচি দিয়ে একটু সময় নিয়ে মসলাগুলোর সাথে মিক্স করে নিয়েছি।

sabji (17).jpg

sabji (19).jpg

sabji (20).jpg

এরপর কাঁচকলা ও ধুন্দলগুলো দিয়েছি, তারপর মসলার সাথে মিক্স করে নিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি এবং কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

sabji (23).jpg

sabji (29).jpg

এরপর ঢাকনা সরিয়ে আরো কিছু পেঁয়াজ দিয়েছি তারপর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসলেই নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য।

sabji (30).jpg

ব্যস হয়ে গেলো আজকের দারুণ স্বাদের চিকেন সবজি রেসিপি, এই রেসিপিগুলো অবশ্য আমাদের বাড়িতে একটু বেশী জনপ্রিয়, অবশ্য খেতেও দারুণ লাগে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 22 days ago 

এটা ঠিকই বলেছেন প্রযুক্তি আমাদের এখন অনেক সুবিধা করে দিয়েছেন। এখন বেশিরভাগ সবজি বছরের সব সময় পাওয়া যায়। আপনার চিকেন সবজি রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 22 days ago 

এমনভাবে চিকেন রান্না আগে কখনো দেখিনি। খুব ইউনিক একটি চিকেন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের এই রেসিপিটি, দেখেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখব ধন্যবাদ।

 19 days ago 

তো এখানে চিকেনের সাথে সাথে ধুন্দল, চাল কুমড়া, কাঁচকলা দিয়ে তৈরী করা হয়ছে। সুতরাং বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হয়েছে।

হ্যাঁ ভাই রেসিপিটা দেখেই বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আসলে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করলে খেতে দারুণ লাগে। তাছাড়া সাথে চিকেন দেওয়াতে রেসিপির স্বাদ আরও বেড়ে গিয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।