আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের চালকুমড়ার ফুলের দৃশ্য
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি, বৃষ্টিময় প্রকৃতি দারুনভাবে উপভোগ করার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে প্রকৃতি তার পুরাতন রূপে ফিরে এসে আবার উষ্ণতায় ডুবিয়ে দেয়ার চেষ্টা করছে। সত্যি বলতে এবারের বৃষ্টিময় প্রকৃতি অন্যান্য বছরের তুলনায় একটু বেশী জ্বালা দিয়েছে, না না না আমার ক্ষেত্রে অবশ্যই সেটা সতেজতা কারণ বৃষ্টিময় প্রকৃতি আমার ভীষণ প্রিয়, সেটা বহুবার আপনাদের বলেছি। এখন যদি আবার ভিন্ন কথা বলি তাহলে আবার আপনারা ভুল ধরতে পারেন আমার, হি হি হি।
যাইহোক, অধিক বৃষ্টিপাতের কারণে এবার সবজি বাগানের পরের পর্বের খুব একটা যত্ন নিতে পারিনি, তবে তবুও দারুণভাবে ভিন্ন কিছুর স্বাদ ঠিক নিয়েছি। আর সেটা হলো কচুশাক এবং কচুর লতি। কারণ বৃষ্টিময় পরিবেশে এগুলো যেমন আপনা আপনি হয়ে যায় ঠিক তেমনি সেগুলোর স্বাদও দারুণ লাগে। এর আগে আপনাদের সাথে কচুর লতি এবং কচুশাক উভয় শেয়ার করেছিলাম। তবে বৃষ্টিপাত বেশী হওয়ার কারণে পুঁইশাক যেমন দ্রুত বেড়ে উঠেছে ঠিক তেমনি বরবটি গাছটা দ্রুত বুড়িয়ে গেছে, মানে তার যৌবন দ্রুত ফুরিয়ে গেছে হি হি হি। এখন সেখানে অন্য কিছু রোপন করার চিন্তা করছি।
তবে আজকে আপনাদের সাথে আমার বাগানের চালকুমড়ার কিছু দৃশ্য শেয়ার করবো, না না না ভাই চালকুমড়া এখনো ধরে নাই তবে বেশ সুন্দরভাবে প্রচুর ফুল এসেছে গাছে। বৃষ্টির প্রভাবে সেগুলো আবার পড়েও যাচ্ছে। দেখাযাক সব শেষে চালকুমড়া খেতে পারি কিনা? তবে চালকুমড়া খেতে পারি আর নাই পারি সেগুলোর সুন্দর ফুলের কিছু দৃশ্যতো ঠিক শেয়ার করে নিতে পারবো। হ্যা, আজকের পর্বে আপনাদের সাথে চালকুমড়া গাছের কিছু ফুলের দৃশ্য শেয়ার করে নিবো।
অবশ্য সবগুলো দৃশ্য একই সময়ে ক্যাপচার করা হয় নাই, প্রথম দিকে যেমন কিছু দৃশ্য ক্যাপচার করেছিলাম। তারপর সপ্তাহ খানেক পর কিছু দৃশ্য ক্যাপচার করেছি এবং সবশেষ দুই তিনদিন আগে বাকি দৃশ্যগুলো শেয়ার করেছিলাম। এই কারণে ফুলের উজ্জ্বলতা কিংবা ফটোগ্রাফির দৃশ্যগুলোর মাঝে একটা পার্থক্য অবশ্যই দেখতে পাবেন। এখন অবশ্য গাছ অনেক বেশী বড় হয়েছে এবং পুরো মাচা ছড়িয়ে গেছে। একপাশে রয়েছে চালকুমড়া গাছ আর বাকি অর্ধেক অংশজুড়ে রয়েছে পুঁইশাক গাছ।
উজ্জ্বল প্রকৃতি কিংবা উজ্জ্বল পরিবেশে চালকুমড়া গাছের দৃশ্যগুলো দারুণ আকর্ষণীয় হয়ে উঠে। বিশেষ করে এগুলোর কালার হলুদ রংয়ের হওয়ার কারণে সবুজ পাতার ফাঁকে ফাঁকে দারুণ একটা মুগ্ধতা ছড়িয়ে দেয়। আমি অবশ্য তাই উজ্জ্বল ও রোদ্রময় পরিবেশে দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি, যাতে রোদের আলোয় দৃশ্যগুলো আরো বেশী উজ্জ্বল দেখায়। সত্যি বলতে বাড়িতে একটা সবজি বাগান মানেই হলো অনুভূতির দারুণ খেলা।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Greetings @hafizullah!
Your post beautifully captures the simple joys of gardening in a rainy season. The way you describe the contrast between the thriving কচুশাক and the prematurely aging বরবটি গাছ is wonderfully relatable and humorous. The photos of your চালকুমড়া flowers are stunning – the vibrant yellow against the lush green is truly captivating.
It's fascinating to hear about how the varying times of day and weather conditions impacted the appearance of your flowers in the photos. This detail adds a lovely layer of authenticity to your post.
Thank you for sharing your gardening journey with us! It's inspiring to see your passion for nature and your ability to find beauty in everyday moments. I am eager to see if you harvest the চালকুমড়া!
Fellow Steemians, what are some of your favorite vegetables to grow, especially during the rainy season? Let's discuss in the comments!