আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বৃষ্টির শেষে উষ্ণতা আবার উজ্জ্বল হতে শুরু করেছে। যদিও বিগত দুই দিনের বৃষ্টিতে চারপাশটা কেমন জানি কাদাময় হয়ে উঠেছিলো, দেখতেও বেশ খারাপ লাগছিলো। সত্যি বলতে শুস্ক পরিবেশে কিছুটা গরম লাগলেও সেটা ভালো লাগে, যেহেতু বাহিরের পরিবেশটা শুকনা থাকে। তবে বৃষ্টিতে আবার একটা বিষয় ভালো লাগে, সেটা হলো বাহিরে বৃষ্টি আর ভিতরে খিচুড়ি। গতকালতো বেশী মজা হয়েছিলো, দুপুরে অফিসে খিচুড়ি খেয়েছি, সন্ধ্যায় বাসায় এসে শুনি বাসায়ও খিচুড়ি রান্না হয়েছে।
আসলে বৃষ্টির দিনে সমস্যা যতই হোক না কেন? খাবারের স্বাদের সময় সবটা আবার উধাও হয়ে যায়, হি হি হি। ঐ যে কথায় বলে না আমরা সবাই স্বাদের কাছে বন্দি, তাইতো স্বাদের আনন্দে সব কিছু ভুলি, বাহ! দারুণ একটা ছন্দ হয়ে গেলো হি হি হি। আজকে অবশ্য একটু ভালো আছে পরিবেশ তবে সেটা বাহিরের মানে ঘরের না। ঘরের পরিবেশ একটু গরমই আছে এখনো। কেন গরম? তাহলে শুনেন বলছি, সেদিন অফিসে কাজের বুয়ার বেতন ৫০০ টাকা বাড়ানো হয়েছে, তবে সেটা ছিলো খুবই অপ্রত্যাশিত। কোন একটা বিষয় নিয়ে বুয়া বসের সাথে কথা বলতে চাইছিলেন।
তো, আমি তাকে সেই সুযোগটা করে দিলাম। দিয়ে অবশ্য রুম হতে বের হয়ে এসেছিলাম কিন্তু বস আবার আমাকে ডেকে পাঠালেন এবং ভেতরে থাকতে বললেন। যথারীতি বুয়ার কথা শুনলেন বস এবং তার একটা সমস্যা ছিলো সেটারও সমাধান দিয়ে দিলেন। তারপর কথা প্রসঙ্গে বস জিজ্ঞেস করেছিলেন তোমার স্বামী কি করেন? বুয়া বললেন এখনো পড়াশুনা করছে। বস অবাক হয়ে জিজ্ঞেস করলেন তার পড়াশুনার খরচ কি তুমি বহন করো? বুয়া উত্তর দিলেন হ্যা। তারপর বস কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ছেলে মেয়ে কয়জন? বুয়া বললের এক মেয়ে।
বস পুনরায় জিজ্ঞেস করলেন, পড়াশুনা করাও? বুয়া উত্তর দিলেন ইংলিশ মিডিয়ামে পড়ায়। বস এবার আরো বেশী অবাক হলেন এবং খুশি হয়ে তাকে ৫০০ টাকা বেতন বাড়িয়ে দিলেন। সবই ঠিক ছিলো কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমি আবার বাড়িতে এসে সেটা আপনাদের ভাবিকে বলেছি। ব্যস, তারপর হতেই বাড়িরে পরিবেশ গরম। মানে আমার উপর খেপে গেছে। বুঝেনই বউ খেপলে আমাদের মানে শান্ত পুরুষদের বারোটা বেড়ে যায়। চুপচাপ মেলা কথা হজম করেছি, আমার সন্তান কেন ইংলিশ মিডিয়ামে পড়ে না? বিশ্বাস করেন, আমি খালি একটা প্রশ্ন করেছি আর কিছু বলি নাই।
সেটা হলো, আমি যদি অফিসের অফিসার না হয়ে বাবুর্চি হতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে? ব্যস, তারপরের অন্য রকম হয়ে গেছে। আসলেই তো চিন্তা করে দেখেন? আমি কি খারাপ কিছু বলেছি? কথায় আছে না সত্য কথার ভাত নাই, আমি পড়েছি সেই বিপদে। কোন দিকে যে চাই? না না না ইংলিশ মিডিয়ামে যাবো না কারণ সেটা আবার আমি কম বুঝি, যদি ইংরেজিতে গালি দেয় তাহলে তো সেটা বুঝতে পারবো না হি হি হি। থাক থাক বাংলায় গালি খাই তাও ভালো কিছু তো বুঝি হি হি হি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @hafizullah, this post is a delightful slice of life! I love how you've woven together everyday observations about the weather, delicious khichuri, and a funny anecdote about office politics and family dynamics. The humor is spot-on, especially the part about preferring Bengali scolding to English ones – relatable! It’s these kinds of authentic, humorous stories that make Steemit so engaging. Your writing style is very approachable and makes the post relatable.
Thanks for sharing a glimpse into your world. Keep these stories coming! I'm curious, how did the conversation with your wife resolve itself? I bet others are wondering too!
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন ভাইয়া ঘরের বউ রেখে গেলো আর কিছু করার থাকে না। তবে যে যাইবলুক না কেন বাইরের কথা শোনে বউকে রাগানো যাবে না হা হা হা।ধন্যবাদ ভাইয়া বেশ ভালো লিখেছেন।
হি হি হি, হ্যা, একদমই, সব সময় সত্য বলতে নেই তাতে ঘরে অশান্তি বেড়ে যায়। অনেক ধন্যবাদ