জীবনের গল্প || অনুশীলনের কোন বিকল্প নেই

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটু ভিন্নভাবে শুরু করছি, বেশ কয়েক মাস ধরে আমি রাতে আবার পড়াশুনা করার চেষ্টা করছি। পেছনে ফেলে আসা অনেক কিছুই নতুনভাবে বা নতুন করে আয়ত্ব করার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা মানুষ, প্রকৃতির নিয়মে প্রতি নিয়ত নতুন কিছু দেখছি এবং নতুন কিছু শিখছি। কিন্তু সমস্যা হলো পেছনে ফেলে আসা বিষয়গুলোকে আবার খুব দ্রুত ভুলে যাচ্ছি, সেগুলোকে ঠিক মতো মনে রাখতে পারছি না।

আর এই কারণেই অনেক ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় তথ্যও স্মরণে আনতে পারি না। এটা জাস্ট কথা প্রসঙ্গে একটা উদাহরণ। অবশ্য আমরা অনেক কিছুই সযত্নে হৃদয়ের গভীরে আগলে রাখি, শত সমস্যা কিংবা যন্ত্রণার মাঝেও আমরা সেগুলোকে ছুড়ে ফেলে দিতে পারি না। কারণ জীবনের কিছু মুহুর্ত থাকে যেগুলোকে আমরা কখনোই ভুলে যেতে চাই না, যে বিষয়গুলোকে আমরা সব সময় সামনে রেখে চলতে চাই। তবে এর বাহিরেও তথ্যগত অনেক কিছু থাকে, সময়ে কিংবা অসময়ে সেই বিষয়গুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই।

street-sign-141396_1280.jpg

একটা কথা মনে পড়ে গেলো প্রসঙ্গক্রমে, কথাটা এমন ছিলো তুমি ভুল করো কিংবা ভুলে যাও তবে সেখান হতে যে শিক্ষাটা পাও সেটাকে স্মরণে রাখো, সেই অভিজ্ঞতাটাকে কখনো মুছে ফেলো না, কারণ সেটা অনেকটা চর্ট লাইটের আলোর মতো। খুব বেশী কিছু মনে হবে না কিন্তু কঠিন অন্ধকারেও তোমাকে সুন্দরভাবে পথ দেখাতে সহযোগিতা করতে পারবে। তোমার প্রয়োজনে তোমার পাশে থেকে দারুনভাবে সহযোগিতা করতে পারবে। এটাই বাস্তবতা, অনেক সময় যেটা আমাদের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ একটা সময় পর সেটাও অনেক বেশী গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সুতরাং আমাদের শেখার বিষয়ে আগ্রহী হয়ে থাকা ভালো, চর্চার মাঝে যতো বেশী লেগে থাকবো চাই সেটা পড়াশুনা হোক কিংবা প্রয়োজনীয় কোন দক্ষতার প্রাকটিস হোক, সেটা ততো বেশী আয়ত্বে থাকবে আমাদের। হ্যা, কিছু বিষয় থাকে সব সময় ব্যতিক্রম, সেগুলোকে নিয়ে আমার কোন মন্তব্য নেই। তবে স্বাভাবিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সেগুলোকে আয়ত্বে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এইতো সেদিন পত্রিকায় পড়লাম, মাত্র ১৭ বছরের বালকের স্বপ্ন পূরণ হলো আকাশে উড়ার বিষয়ে। সবচেয়ে কম বয়সী বালক হিসেবে সে পাইলট হয়েছে। এটা চেষ্টা, চর্চা আর অনুশীলনের মাধ্যমেই সম্ভব হয়েছে।

আমাদের ইচ্ছা, আমাদের আগ্রহ, তখনই পূর্ণতা পায় বা পাবে যখন আমরা সেটাকে গুরুত্ব দিই এবং সেটাকে আয়ত্বে রাখার জন্য ক্রমাগত সচেষ্ট থাকি। চর্চা করে যাই অনবরত, হ্যা অনেক কিছুই একদিনে হয় না আবার অনেক কিছু শতদিনেও আসে না কিন্তু তাই বলে কেউ থেমে থাকে না, স্বপ্ন দূর্বল হয়ে যায় না। বাস্তবতা অনেক ক্ষেত্রে যেমন কঠিন ঠিক তেমনি অনেক ক্ষেত্রে আবার সহজও, মোদ্দাকথা আমাদের চর্চা কিংবা সাধনার উপর অনেক কিছু নির্ভরশীল, সেটাকে মাথায় রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

@hafizullah, আপনার আজকের লেখাটি খুবই প্রেরণাদায়ক! পুরনো স্মৃতি আর অভিজ্ঞতার গুরুত্ব নিয়ে আপনার ভাবনাগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন। বিশেষ করে, ভুল থেকে শেখা এবং সেই শিক্ষাকে জীবনের পথপ্রদর্শক হিসেবে ব্যবহারের কথাগুলো আমাকে মুগ্ধ করেছে। ১৭ বছর বয়সী বালকের পাইলট হওয়ার উদাহরণ দিয়ে আপনি চেষ্টা আর অনুশীলনের যে গুরুত্ব দিয়েছেন, তা সত্যিই অসাধারণ।

আপনার লেখার মাধ্যমে, আমরা বুঝতে পারি যে অতীতের অভিজ্ঞতাগুলো আমাদের বর্তমানকে সুন্দর করতে কতটা সাহায্য করতে পারে। এই ধরনের অনুপ্রেরণামূলক লেখা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

আপনার এই পোস্টটি "আমার বাংলা ব্লগ"-এর পাঠকদের জন্য খুবই উপযোগী। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ এবং আপনার আগামী পোস্টগুলোর জন্য শুভকামনা রইল! আপনার মতামত জানাতে ভুলবেন না!