প্রকৃতি নিয়ে স্বার্থের যত অভিযোগ || Original Photography by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সাথে সুন্দর সময় উপভোগ করে হৃদয়কে আরো বেশী চঞ্চল রাখার প্রচেষ্টায় গতিশীল আছি। অবশ্য সামনের সপ্তাহে একটু বেশী সময় নিয়ে প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ পাবো। কারণ পারিবারিক একটা অনুষ্ঠানের জন্য আগামী সপ্তাহের তিনটি গ্রামের বাড়িতে থাকতে হবে, আর গ্রামের বাড়িতে থাকার মানেই হলো সবুজ প্রকৃতির আরো কাছাকাছি যাওয়ার এবং সুন্দরভাবে সবুজের সজীবতায় নিজেকে সতেজ রাখার সুযোগ পাওয়া।
অবশ্য প্রকৃতি আগের মতো সবুজ ও সতেজ অবস্থায় নেই, তবে যেহেতু টানা কয়েক দিন বৃষ্টিপাত হয়েছে সেহেতু প্রকৃতির মাঝে সতেজতার একটা দারুণভাব এখনো অবশিষ্ট আছে। আর সেই সুযোগটা আমি দারুণভাবে উপভোগ করার সুযোগ নিবো। প্রকৃতি নিয়ে নতুন করে ভাববো এবং নিজের অনুভূতি তুলে ধরবো। এর আগের পর্বে আমি প্রকৃতির সাথে নিদারুণ রসিকতা নিয়ে কিছু কথা বলেছিলাম, যেখানে আমাদের অবস্থান ছিলো একদম ঠিক উল্টো দিকে, স্বার্থের পাশে কারণ আমরা প্রকৃতিকে ভালোবাসি স্বার্থ নিয়ে, স্বার্থের খেলায় মত্ত থাকি নিদারুণভাবে।
আমরা প্রতিনিয়ত এমন কিছুর স্বাক্ষী হচ্ছি, না আমি একা হচ্ছি না আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন এর সাথে আপনিও আছেন। সহজ একটা উদাহরণ দেই, আমাদের চারপাশের সড়কগুলোতে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে সরকারী উদ্যোগে নানা জাতের গাছের চারা লাগনো হয়, কিন্তু তারপর সেগুলো হাওয়া হয়ে যায়। এতো টাকা খরচা করে যে চারা গাছগুলো লাগানো হলো সেগুলোকে রক্ষা করার কোন উদ্যোগ কি কখনো দেখেছেন? আমার মনে হয় না এখানে হ্যা জাতিয় কোন উত্তর পাওয়া যাবে। কিন্তু কেন পজিটিভ উত্তর পাওয়া যাবে না এখানে?
আসলে আমরা কেউ চাই না প্রকৃতির পাশে থাকতে, আমরা চাই শুধু ফটো সেশনে থাকতে। নানা আয়োজনে ফটো সেশন করবো, হাজার হাজার টাকা খরচ করবো তারপর যার যার অবস্থান হতে টাকা ভাগ বাটোয়ারা করে নিবো। আমাদের মুল উদ্দেশ্যটাই এটা, গাছ লাগানো নয়, চারপাশটা সবুজ হয়ে যাক সেটাও না বরং বার বার টাকা খরচ করবো, বার বার চারা কিনবো, গাছ বড় হোক কিংবা না হোক তাতে কিছু আসে যায় না বরং নিজের স্বার্থটা অক্ষুন্ন থাকলো সেটাই বড় কথা।
এই হলো আমাদের মূল উদ্দেশ্য, বড় আয়োজন করে, ব্যাপক প্রচার করে হাজার হাজার গাছ লাগনো হয় কিন্তু তারপর সেগুলোর আর কোন খোঁজ খবর নেয়া হয় না। কারণ এগুলো বেড়ে উঠুক কিংবা বড় হয়ে উঠুক এমন কোন পরিকল্পনাই থাকে না আমাদের এসব উদ্যোগে। যার কারণে প্রতি বছর ঘটা করে একই সড়কে হাজার হাজার টাকা খরচ করে সবুজের উদ্যান তৈরীর নাটক করে তৃপ্ত থাকি। কি আশ্চার্য, আমরা নিজের সাথে-প্রকৃতির সাথে কতটা নির্মমভাবে অভিনয় করি।
তারিখঃ মার্চ ২১, ২০২৫ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Absolutely @hafizullah! Your post is a breath of fresh air, highlighting the critical disconnect between our supposed love for nature and our actions. The imagery perfectly complements your poignant observations about the fleeting nature of green initiatives and the underlying self-interest. It's a stark reminder that simply planting trees isn't enough; sustained care and genuine commitment are essential. Your personal connection to this issue resonates deeply. I am particularly struck by how you call out the "drama" of creating green spaces just for show! Keep shining a light on these important issues. Looking forward to hearing about your upcoming trip to the village!