You are viewing a single comment's thread from:

RE: বিশ্ব "মা দিবস"

in আমার বাংলা ব্লগ3 years ago

তাদের কাছে মা মানে শুধু একটা রক্তমাংসের অবয়ব না, কিছু অসম্ভব কষ্টের সময় পাওয়া খানিকটা আরাম। আর অনেকটা ভালোবাসা, সীমাহীন, অর্থহীন, স্বার্থহীন ভালোবাসা।

সত্যি বৌদি কঠিন কিছু সত্য কথা সাবলিলভাবে উপস্থাপন করছেন। আসলেই তাই তাদের নিজের বিষয় কিংবা স্বার্থ কোনদিনও প্রাধান্য পেত না, তাই তারা মা, জগতের শ্রেষ্ঠতার সকল কিছু তাদের কাছে তুচ্ছ।

তুমি মা, তুমি ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ
তুমি মা, তুমি স্বার্থহীন ভালোবাসার সেরা নিদর্শন
তুমি মা, তোমার তুলনা শুধুই তোমার সাথে
আমরা চিরঋণী তোমার ভালোবাসার কাছে।