You are viewing a single comment's thread from:

RE: কাজের প্রয়োজনে নতুন ফোন কেনা।

in আমার বাংলা ব্লগ2 years ago

হুম, মোবাইলের সমস্যায় আমিও কিছুটা ভুগছি ভাই, নতুন একটা ফোন কিনবো অনেক দিন ধরেই ভাবছিলাম। যদিও কলকাতা গিয়েও ঘুরেছিলাম মোবাইল মার্কেটে নতুন ফোনের জন্য। যাক এটা ব্যবহার করে আরো একটা রিভিউ দিয়েন পরবর্তীতে, তাহলে একটা সুন্দর ধারণা পাবো। অনেক ধন্যবাদ।

Sort:  

যদিও ফোনটা কিনেছি বেশি সময় হয়নি তার পরেও এখন পর্যন্ত ব্যবহার করে বেশ মজা পেয়েছি। বেশ স্মুথ একটা এক্সপেরিয়েন্স। সেই সাথে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো। আবার ৬৭ ওয়াটের চার্জার থাকার কারণে ফোনটা চার্জ হয় দ্রুত। ফোনটাতে রয়েছে 12gb ram ও 512gb স্টোরেজ। সেই সাথে রয়েছে এমোলেড ডিসপ্লে। প্রথমে আমি samsung A54 নেয়ার পরিকল্পনাটা করেছিলাম। পরবর্তীতে আরি ভাইয়ের পোস্টটা পড়ার পরে সেই পরিকল্পনা একেবারে বাতিল করে দেই।