You are viewing a single comment's thread from:
RE: সত্য বলা সবসময় সহজ নয়, কিন্তু মিথ্যে বলার দায় সারাজীবন বহন করতে হয় ।
ভালো মন্দ দুটো দিক আছে আমাদের সম্মুখে, কিন্তু বেশীর ভাগ সময় তাৎক্ষনিক সুবিধা প্রাপ্তির আশায় আমরা মন্দের দিকেই হেঁটে যাই। বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন, আমাদের হৃদয় মরে গেছে, মানসিকতা পঁচে গেছে, তাই মিথ্যার সাথে থেকেও আমরা হৃদয়ের অস্থিরতায় ভোগি না বরং ভিন্ন আনন্দে সেটা নিয়ে উল্লাস প্রকাশ করি।
বাস্তবতা অনেক বেশী কঠিন হয়ে গেছে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এখন মিথ্যার আশ্রয় স্থল, যাকে কাছে টানবেন, আপন করার চেষ্টা করবেন, ভরসা করবেন, সেই সামান্য কিছু সুবিধার জন্য, আপনাকে দূরে সরিয়ে দিবে, ভরসা নষ্ট করবে, মিথ্যার সুবিধায় আনন্দ উদযাপন করবে। আসলে এখন আর এসব লিখে লাভ হয় না, কারণ ঐ মানুষগুলো কখনো পরিবর্তন হবে না, এদের মানসিকতাও কোন দিন পরিবর্তন আসবে না।