জীবনের গল্প || টাকাই জীবনের সব না

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহাদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মানসিকভাবে কিছুটা অস্থির অবস্থায় আছি। সত্যি বলতে আমরা দিন দিন আধুনিক হচ্ছি কিন্তু আমাদের চিন্তা-ভাবনা কিংবা মানসিকতা কেন জানি কাংখিত মানের হচ্ছে না। দিন দিন আমরাও কেমন জানি বদলে যাচ্ছি, আমাদের আচার-ব্যবহার কিংবা আকাংখাগুলো কেমন জানি নির্মম হয়ে যাচ্ছে। হ্যা, স্বীকার করছি এর পেছনে অনেক কারণ আছে, সেখানে অনেক যুক্তিও আছে কিন্তু কথা হলো দিন শেষে আমরা কোথায় থামছি?

যাচ্ছি শব্দ না বলে এখানে থামছি শব্দটা ব্যবহার করেছি ইচ্ছে করেই। সত্যি বলতে আমি থামতেই পারছি? আমাদের শিক্ষার যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি উন্নতিরও প্রয়োজন আছে। কিন্তু এই উন্নতির চিন্তায় আমরা যেভাবে টাকার পিছনে দৌড়াচ্ছি, সেটার কতটা প্রয়োজন আছে? এখানেই আমার মূল প্রশ্ন। উন্নয়নের দোহাই দিয়ে কিংবা টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা মৌলিকগতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছি, আমাদের শিকড় হতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, উন্নয়ন নামক অন্ধকারের অতল গহ্বরে বিলীন হয়ে যাচ্ছি।

ai-generated-8702258_1280.jpg

টাকার বিষয়টিই ধরুন, এটা অবশ্যই প্রয়োজন কিন্তু সেটা কতটা? স্কুল জীবনে সুখী মানুষের একটা গল্প পড়েছিলাম, যার কিছুই নেই, যে একজন কাঠুরে আদতে রাজার তুলনায় অনেক ভীষণ সুখী। কিন্তু আশ্চার্যজনক বিষয় হলো, আজ আমরা টাকার পিছনে ছুটছি তো ছুটছি কিন্তু দিন শেষে কি আমরা সুখী হতে পারছি? দিন শেষে কি আমরা একটু শান্ত হয়ে বসতে পারছি? কি সকাল, কি দুপুর, কি রাত? কোথায়ও যেন আমাদের বিশ্রামের সুযোগ নেই। ঘুমও উড়ে গেছে আমাদের, ছুটতে ছুটতে এমন অবস্থা হয়েছে ঔষধ ছাড়া এখন আর ঘুমানো যাচ্ছে না।

এগুলোর কোনটাই কিন্তু অপ্রাসঙ্গিক না বরং একটার সাথে আরেকটা গভীরভাবে সংযুক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত আছে। আমরা আজকে বুঝে হোক কিংবা না বুঝে হোক, অভাবে হোক কিংবা স্বভাবে হোক, যে কারণেই হোক না কেন? আমরা টাকার পিছনে ছুটছি আর সেটা কাংখিতভাবে ছুটছি না, এটাই নির্মম বাস্তবতা। কখনো নিজের মা-বাবা, কখনো রক্তের ভাই-বোন, কখনো পরম সম্পর্কের আপন কেউ, কখনো সহপাঠী আবার কখনো কখনো অচেনা কাউকে আমরা ভীষণ ঠকাচ্ছি, তাদের আঘাত করছি, নিজের স্বার্থ বজায় রাখার জন্য।

যদি খারাপ ভাষায় বলি তাহলে যার শেষে বলতে হয় আমরা ছুটতে ছুটতে মানুষ হতে রূপান্তরিত হয়ে অমানুষ হয়ে যাচ্ছি। সামান্য টাকা কিংবা স্বার্থের জন্য সবার নিকট হতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষে সবটাই কি আমার জন্য সুখকর হচ্ছে? সবটাই কি আমার জন্য ভালো হচ্ছে? অন্যের হক নষ্ট করে, পরম সম্পর্কগুলোকে ছুড়ে ফেলে, যে টাকা আনন্দ নিয়ে ইনকামের নামে ধান্দা করছি, সেটা কি আমাদের সুখী করতে পারছে? টাকা কামানো জীবনের হয়তো জরুরী কিন্তু সুখী হতে জরুরী না।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Hello @hafizullah,

This post really resonated with me! Your reflections on the relentless pursuit of money and its impact on our humanity are so important, especially in today's world. The question of whether we are truly becoming happier despite our relentless pursuit of wealth is one we all need to consider.

Your writing is beautifully poignant, and the image you chose perfectly encapsulates the feeling of being lost in a sea of questions. Thank you for sharing your thoughts and encouraging us to reflect on our values.

What are some small steps you take to stay grounded and connected to your values amidst the pressures of modern life? I'd love to hear your thoughts and I'm sure others would too!

 15 days ago 

সামান্য টাকা কিংবা স্বার্থের জন্য সবার নিকট হতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।

এটা একেবারে যথার্থ বলেছেন ভাই। আমরা কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে চাই না। শুধুমাত্র নিজেরটা ষোল আনা বুঝি। তাইতো চারিদিকে অশান্তির ঝড়। কিন্তু একে অপরকে কিছুটা ছাড় দিয়ে, সবাই মিলেমিশে থাকলে কতই না ভালো হয়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।