কয়েকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি!
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য! ছবিগুলো দেখে আসলে বুঝার উপায় নেই, এগুলো আর্টিফিশিয়াল ফুল। তো এ ধরনের ফুলগুলো সাধারণত ব্যবহার করা হয় রুমের সৌন্দর্য বর্ধনের জন্য! বাসা বাড়িতে দেখতে পাওয়া যায়। বিগত কয়েক বছর আগের কথা যদি বলি তাহলে বলা যায় কৃত্রিম ফুলগুলো কম দেখা যেত! তবে সময়ের পরিক্রমায় এখন রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ফুলগুলোই দেখতে পাওয়া যায় বেশি। তবে ন্যাচারাল ফুল থেকে কৃত্রিম ফুলের দাম বেশি! কারণ ফুলগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। পারিশ্রমিক এর একটা বিষয় থাকে।
প্রথম ফুলটি কি আপনারা চিনতে পেরেছেন? এটা গোলাপ ফুলেরই কৃত্রিম ভার্সন! বুঝার উপায় কি আছে এটা কৃত্রিম ফুল। ফুলটি দেখতেও চমৎকার লাগছিল। সাদার মধ্যে পিংক কালারের মতো একটা চাপ দেখা যায় ফুলটিতে। ঘরে সাজিয়ে রাখলে চমৎকার দেখা যাবে। ছবিটি তুলেছিলাম ঢাকায় মেলা থেকে।
আমার সবচেয়ে পছন্দের ফুলের মধ্যে একটি হলো লিলি ফুল। এ ফুলটির পছন্দের কারণ হলো ফুলটির নাম! ফুলের নামটি আমার কাছে বেশ ভালো লাগে। সাথে তো ফুলটিও চমৎকার। আর্টিফিশিয়াল এ ফুলটি দেখতেও চমৎকার লাগছে! এ আর্টিফিশিয়াল ফুলটির ফটোগ্রাফি করেছিলাম মেলা থেকেই।
টগর ফুল খুব একটা দেখা হয় না! এটাকে আবার জামিনী ফুলও বলে। তবে ফুলের নামটি আমি সিউর না। একেক জায়গায় একেক নামে ডাকতে পারে হয়তো। এ ফুলটিও চমৎকার দেখতে।সাদা রঙের এ ফুলটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।
লাল টকটকে গোলাপ ফুল! বুঝার উপায় আছে কি এটা যে আর্টিফিশিয়াল ফুল! মনে হচ্ছে গাছে সবেমাত্র ফুটেছে। আমার কাছে লাল গোলাপের ফটোগ্রাফি ভালোই লেগেছিল। এ ছবিটিও মেলা থেকে তোলা।
এ ফুলটিকে একেক জায়গায় একেক নামে ডাকা হয়ে থাকতে পারে। তবে এ ফুলটির নাম ' নাগচাপা'। ফুলটি দেখতে চমৎকার। এ ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।
সূর্যমুখী ফুল! দেখতে সূর্যের মতোই সোনালী! সূর্যমুখী ফুলটি দেখতেও চমৎকার লাগছিল। দেখে মনে হয়নি এটা যে আর্টিফিশিয়াল ফুল।
পেপার বা ডেইজি ফুল অথবা চন্দ্রমল্লিকা ফুল! একেক জন একেক নামে চিনে এ ফুলটি। এ ফুলগুলোর ভিন্ন ভিন্ন কালার রয়েছে। রুম সাজানোতে পারফেক্ট এমন ফুল। রুমে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগবে। এ ফুলটিও মেলা থেকে তুলেছিলাম।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | W3w |
আশা করছি আজকের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালে লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
[Twitter share](https://x.com/Emtiaz38/status/1929236478380454318?t=Vj59m3wZtsntnvbZvndznw&s=19(
Upvoted! Thank you for supporting witness @jswit.
আর্টিফিশিয়াল বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ঘর সাজাতে এই ধরনের ফুলগুলো বেশ কাজে লাগে। দারুন হয়েছে ফটোগ্রাফি গুলো।
জি আপু! আপনি ঠিক বলেছেন, আর্টিফিশিয়াল ফুলগুলো ঘর সাজাতে বেশ কাজে লাগে।
এখন আর্টিফিসিয়াল ফুলগুলো দেখতে একদম বাস্তব ফুলের মতোই লাগে। যা ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি তো দোকানে গেলে এই ফুলগুলো দেখলে সব ফুল নিতে খুব ইচ্ছে করে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।
হাহা! সবফুল কিনে নিয়ে এসে পরবেন তাহলে। দাম একটু বেশি তবে।
ঠিক বলেছেন কৃত্রিম ফুলগুলো একটু দাম বেশি। আজকে আপনি খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এখন বর্তমানে আর্টিফিশিয়াল ফুল গুলো বেশি দেখা যায়। বিশেষ করে ঘর অফিস এবং অন্যান্য জিনিস সাজাতে এই ফুলগুলো ব্যবহার করা হয়। ধন্যবাদ চমৎকার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
জ্বি আপু! আর্টিফিশিয়াল ফুল তেমন দেখা যায় না এখন।
বাহ বেশ দারুণ। আর্টিফিসিয়াল ফুলগুলো লাগছে বেশ চমৎকার। আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন ভাই আপনি। বেশ দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে
এখন বাস্তবের ফুল যেরকম সুন্দর হয়ে থাকে৷ তার থেকেও বেশি সুন্দর যেন আর্টিফিশিয়াল ফুলগুলো হয়ে থাকে৷ আর্টিফিশিয়াল ফুল দেখার মধ্যে যে আলাদা একটি ভালো লাগা কাজ করে সেই মুহূর্ত একেবারে অন্য ধরনের হয়ে থাকে৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল এর ফটোগ্রাফি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একের পর এক ফটোগ্রাফি গুলো দেখে আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
হ্যা! ফুলগুলো দেখে তো একদম বাস্তব মনে হয়েছিল।