ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

in আমার বাংলা ব্লগ2 years ago

25-04-2023

১২ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাই ঈদ ভালোভাবেই উদযাপন করেছেন প্রিয়জনদের সাথে। দেখতে দেখতে ঈদও চলে গেল। কিন্তু এখনও ঈদের আমেজ রয়ে গেছে। গ্রামে ঈদ করতে আসা মানুষজন ধীরে ধীরে শহরমুখী হচ্ছে! ব্যস্ততম নগরীতে চলে যাবে। অনেকের অফিস খোলা হয়ে গেছে। গ্রাম তখন কিছুটা হলেও শূন্য শূন্য লাগবে। যায়হোক, প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করাটাই বড় কথা!

IMG20230423223515.jpg

প্রতিবারের মতো এবারও আমাদের চন্ডীপাশা সরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগেরবারও হয়েছিল তবে এতোটাও ঝমকালোভাবে হয়নি। কারণ সেখান আমন্ত্রিত অতিথি হিসেবে সবাই স্থানীয় শিল্পীরাই ছিল। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল ফকির শাহাবুদ্দিন। আপনারা নিশ্চয় চিনেছেন! বাংলাদেশের বাউল জগতের আরেক কিংবদন্তি বাউল শাহাবুদ্দিন ফকির। আসলে বাংলাদেশে লোকগীতি বেশ জনপ্রিয়। সেই অতীত থেকে এখন অবধি অনেক শিল্পীরা ফোকস গান গেয়েছেন।

তো এবারের প্রধান আকর্ষণ যেহেতু ফকির শাহাবুদ্দিন আসবে। তাই সবার মাঝে আকর্ষণটাও ছিল বেশি। ঈদ উপলক্ষে একটা পূণর্মিলনী হয়ে যাবে। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২০১১ ব্যাচের বড় ভাইয়েরা অনুষ্ঠানটির আয়োজন করেন। অতিথি হিসেবে স্বনামধন্য কিছু শিল্পী আমন্ত্রিত ছিল। আমাদের স্কুলের সাবেক শিক্ষার্থী রিয়াজ হাসান তাপ্পি ভাই সেখানে উপস্থিত ছিলেন। তিনি বিটিভিতে আগে গান করতেন। এখনও করে থাকেন। এছাড়াও কিশোরগঞ্জ থেকে অথৈ আপু আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন।

IMG20230423203744.jpg

IMG20230423203750.jpg

অনুষ্ঠান ছিল ঈদের দ্বিতীয় দিন। সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত! সন্ধ্যার দিকেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে ভালো লাগে। তার আগে অবশ্য কুইজের আয়েজন করা হয়েছিল। কিন্তু আমি এসে পায়নি। আমি অনুষ্ঠানে এসেছিলাম সন্ধ্যার পর। স্কুলের বাহিরের মাঠ রঙিন আলোয় সাজানো! অনেক সুন্দর লাগছিল। কতদিন পরে চির চেনা স্কুলে এসেছিলাম! জীবনের বেস্ট কয়েকটা বছর যে এই স্কুলটাতেই অতিবাহিত করেছি। স্কুলের প্রতি একটা আলাদা ভালো লাগা তো আছেই। স্কুলের সেই দিনগুলি কখনোই ভুলে যাওয়ার মতো না।

স্কুলের ভিতরে প্রবেশ করেই দেখি চন্ডীপাশা স্কুলের প্রাক্তন সব ছাত্ররা বসে আছে। স্কুলের ভিতরের ছোট মাঠটাতে প্যান্ডেল করা হয়েছে। আমন্ত্রিত অতিথিরা এসে চেয়ারে বসছে। আমাদের সমবয়সী সব বন্ধুরা সেখানে উপস্থিত ছিল। কতোদিন পর তাদের সাথে দেখা। ২০১৮ সালে একসাথে সবাই এই স্কুল থেকে পাস করে বেরিয়েছি। একেকজন এখন একেক জায়গায় অবস্থান করছে। তবে বন্ধুরা ভালো থাকলেই ভালো। বন্ধুত্বটা টিকে আছে এখনও।

অনেকদিন পর বন্ধুদের পেয়ে কিছুক্ষণ তাদের খোজঁ-খবর নেয়ার চেষ্টা করলাম! বেশিরভাগ বন্ধু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। কেউ আবার মেডিকেলে পড়াশোনা করছে। অনেকেই আবার বিয়ে করে স্যাটেল হয়ে গেছে! আর আমার অবস্থা কি বলবো। এডমিশন সিকার এখন আমি! বর্তমানে আমি একজন এডমিশন ক্যান্ডিডেট! এটাই আমার বড় পরিচয়। তবে একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখবেন, ভালো বন্ধুদের সাথে থাকলে তারা সর্বদাই আপনাকে ভালো পরামর্শ দিবে। এডমিশনের ব্যাপারে অনেক তথ্যই জানতে পারলাম বন্ধুদের কাছ থেকে।

IMG20230423213757.jpg

এদিকে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিশোরগঞ্জ থেকে আগত অথৈ আপু গান শুরু করেন। বিখ্যাত গান কলিজাতে দাগ লেগেছে। গানটি ভালোই লেগেছিল উনার কন্ঠে। তারপর মঞ্চে আসেন আমাদের নান্দাইলের শিল্পী স্বপ্না আপু! আপুর গানটি ভালোই ছিল। তবে কোন গানটি গেয়েছিল মনেই নেই। তারপর আমাদের স্কুলের কৃতি সন্তান রিয়াজ হাসান তাপ্পি ভাই গান নিয়ে এসেছিল। বিখ্যাত সেই গ্রামের নওজোয়ান, হিন্দু-মুসলমান গানটি। সবাই গানটি বেশ উপভোগ করেছিল।

তারপর অনুষ্ঠানের প্রধান অতিথি বাউল ফকির শাহাবুদ্দিন আসেন। এসেই গান গাওয়া শুরু করে দেন। উনি প্রায় দশটিরও বেশি গান গেয়েছিলেন। যেহেতু অনেক মানুষ উপস্থিত ছিল তাই সব গান ভিডিও করতে পারিনি। একটি গান ভিডিও করেছিলাম। গানটি দারুণ ছিল। আসলে উনাদের দেখলেই বুঝা যায় কেন লোকসঙ্গীত এতো জনপ্রিয়। ফকির শাহাবুদ্দিন স্যারের গান শুনে সবাই উরাধুরা নাচ! আমাদের বন্ধুরা সবাই নেচেছিল খুব। এতোদিন পর বন্ধুদের সাথে নাচানাচি হলো। কিছুটা সময় রিলাক্স মোডে থেকেছিলাম। তারপর অনুষ্ঠান শেষ হয়েছিল এগারোটার দিকে। বন্ধুদের বিদায় জানিয়ে বাড়িতে চলে এসেছিলাম।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
Date23 April, 2023

যাক, আজ এই পর্যন্তই। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🍃🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

ঈদ শেষ হওয়ার সাথে সাথে শহরের মানুষেরা ব্যস্তময় শহরে চলে যেতে থাকে। তারা সেখানে গিয়ে আবারো তাদের নিজস্ব সব কাজে ব্যস্ত হয়ে পড়বে। অনেকের অফিস চালু হয়ে গিয়েছে এখন থেকে। যাইহোক আপনাদের গ্রামে তো দেখছি খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আর অনুষ্ঠানের প্রধান অতিথি বাউল ফকির শাহাবুদ্দিন এসেছিলেন। উনি দশ টিরও বেশি গান গেয়েছিলেন তাহলে। আপনি একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে ভালো লাগলো।

 2 years ago 

জি আপু! শহরের মানুষগুলো এখন শহরে চলে যাচ্ছে। গ্রামের পরিবেশও টান্ডা হয়ে যাচ্ছে। বাউল ফকির শাহাবুদ্দিন এর গান অনেক ভালো ছিল 🌼

 2 years ago 

ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে সবাই শহর মুখী হবে। ব্যস্ত নগরী আবার ব্যস্ত হয়ে পড়বে। আর ফাঁকা হয়ে যাবে গ্রাম অঞ্চল। এভাবেই হয়তো ধীরে ধীরে সবাই নিজের জীবনে কর্ম ব্যস্ত হয়ে পড়বে। ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দেখে ভালো লাগলো।

 2 years ago 

জি আপু! শহরের মানুষগুলো গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। গ্রাম অঞ্চল এখন অনেকটাই ফাকা। যাক, ঈদে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি উপভোগ করার মতো ছিল

 2 years ago 

ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি যেনো চমৎকার মুহূর্ত। আমাদের এখানে স্কুলেও হয়েছে। আপনার শেয়ার করা ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

জি ভাইয়া। উপভোগ করেছিলাম অনুষ্ঠানটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর কিছু মুহূর্ত আজ আপনি শেয়ার করেছেন, খুব ভাল লাগলো ভাইয়া। ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ঈদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দেয়।খুব সুন্দর সময় উপভোগ করেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু! এমন সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়। আপনাকে ধন্যবাদ আপু 🦋

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক আনন্দ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আসলে এই ধরনের অনুষ্ঠান আমার অনেক বেশি ভালো লাগে আর সেই বিষয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঈদের আনন্দ টা আরেকটু বেড়ে গিয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ঈদের সময় অনেক দূর দূরান্ত থেকে সবাই যেহেতু একত্রিত হয় তাই ঈদের সময় পূণর্মিলনী অনুষ্ঠানটা অনেক মজার কাটে সবার। সবার যেহেতু প্রিয় শিল্পীরা এসেছেন তাহলে তো অনেক মজার সময় কেটেছে সংস্কৃতি অনুষ্ঠানে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু! সবাই মিলে অনেক মজা করেছিলাম 🌼

 2 years ago 

ঈদ উপলক্ষে এত কিছু আয়োজন? সত্যি অবাক হয়ে গেলাম। আমাদের এদিকে অবশ্যই ঈদ উপলক্ষে এগুলো চলে না তবে আড্ডাবাজি বেশি দেখে। যাই হোক এই মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন এবং দেখার সুযোগ করে দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এটা পূণর্মিলনী অনুষ্ঠান ছিল ভাইয়া। সবাই উপভোগ করেছিলাম

 2 years ago 

আপনাদের ওখানে তো দেখছি অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে। আমাদের এইদিকে তো এরকম অনুষ্ঠানগুলো কখন হয়েছিল তাও আমার মনে নেই। এই সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল বাউল ফকির শাহাবুদ্দিন। ওনার গান আমি এমনিতে শুনেছি। বাউল ফকির শাহাবুদ্দিন তাহলে ১০ থেকে ১২ টার মতো গান গেয়ে শুনিয়েছিলেন সবাইকে। অনেক মানুষের ভিড়ের কারণে আপনি গানগুলো র ভিডিও করতে পারেননি। কিন্তু একটি গানের ভিডিও করেছিলেন ওইটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন খুবই সুন্দর ভাবে।

 2 years ago 

জি ভাইয়া! ফকির শাহাবুদ্দিন এর গান সব অসাধারণভাবে গেয়েছেন! খুব ভালো লেগেছিল