বন্ধুদের সাথে ঈদ উদযাপন!

in আমার বাংলা ব্লগlast year

18-06-2024

০৪ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


প্রথমেই সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক! আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। ঈদ মানেই খুশি আর ঈদ মানেই হাসি আনন্দ। ত্যাগের মহিমায় মহিমান্বিত হতে শেখায় ঈদ উল আযহা। আমাদের মুসলিমদের বছরে দুটিই ঈদই উদযাপন হয়ে থাকে। এইতো কিছুদিন আগে রোযা ঈদ পালন করে ফেললাম। গতকাল কুরবানি ঈদ অর্থাৎ ঈদ উল আযহা উদযাপন করে ফেললাম। আসলে বয়স যত বাড়ছে শখ আহ্লাদ সব যেন হ্রাস পাচ্ছে। এখন শখ বলতে বুঝি প্রিয়জনদের মুখে হাসি ফুটানো! মাঝে মাঝে মনে হয় অনেক বড় হয়ে গেছি, হাহা! এবারের ঈদ উদযাপন একদমই অন্যরকম ছিল। বৃষ্টির শঙ্কা একটা ছিলই। সকাল থেকেই ওয়েদার অন্ধকারাচ্ছন্ন ছিল। বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা!

IMG-20240617-WA0001.jpg

করোনার পর থেকে মসজিদেই ঈদের নামাজ আদায় করা হয়। তবে করোনার পরেও এখনও মসজিদেই ঈদের নামাজ হয়। তবে আমার কেন জানি ঈদের মাঠে নামাজ আদায় না করলে ঈদের ফিলিংস আসে না! ঈদের মাঠে গেলে দেখা যায় অনেক রকমের জিনিসপত্র উঠেছে। বিশেষ করে ছোট বাচ্চারা নতুন জামা গায়ে ঈদগাহে আসছে। সবাই মিলে ছোট ছোট দোকান ঘুরে খেলনা কিনছে। বেশ কয়েক রকমের খাবার কিনছে! মূলত ঈদগাহ মাঠের পাশে ছোট ছোট দোকান উঠার ফলে ছোটদের সমাগমটা হয় বেশি। আর বুঝা যায় ঈদের আমেজটা এখনও আছে। একটা সময় আমরা শুধু ঈদের মাঠে আসতাম খেলনা কেনার জন্যই! আর এখন মাঠে আসি ঈদের নামাজ আদায় করার জন্য, ঈদের একটা অনুভূতি নেয়ার জন্য!

রোযা ঈদের জামাত ছিল সকাল দশটায়। যেহেতু কুরবানি ঈদ একটু ব্যস্ততা সবার বেশি তাই প্রত্যেক জায়গায়ই ঈদের নামাজ নয়টা কি সাড়ে নয়টায় দেয়া হয়। আমাদের এলাকার দুটি মসজিদেই সকাল নয়টায় ঈদের নামাজ দেয়া হয়। আর আমাদের প্রধান ঈদগাহ মাঠে নামাজের সময় দেয়া হয় সকাল সাড়ে নয়টায়! ঈদের কোনো প্লেন ছিল না। তবে নানুবাড়ি যাওয়ার প্লেন ছিল। যাইহোক, ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পরি । উঠে পরার কারণও আছে। কারণটা হলো ঈদের দিন সকালে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার খেলা দেখার জন্য। তবে বাংলাদেশের ফার্স্টে ব্যাটিং দেখে তো পুরাই হতাশ হয়ে গিয়েছিলাম। সে বিষয় নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করবো! বাংলাদেশ ও নেপালের মধ্যকার খেলা শেষ হতে হতে নয়টা বেজে যায়! তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে পরি নামাজে যাওয়ার জন্য!

IMG20240617092500.jpg

IMG20240617092450.jpg

তারপর ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খেলাম। আম্মা সকাল সকাল দেখলাম বেশ কয়েক রকমের নকশা পিঠা ভাজলো। নকশা পিঠা খেতে আসলে ভালোই লাগে। তো রেডি হওয়ার পর বন্ধু সালেহীন ফোন দিয়ে বললো মাঠে চলে আসতে। মাঠে গিয়ে দেখি সবাই সেখানে উপস্থিত। আসলে ঈদের দিনে বন্ধুদের সাথে ঈদ উদযাপন করার মাঝেও একটা মজা আছে। একা একা উদযাপন করার মাঝে তেমন একটা মজা নেই। আমি এখনও ঈদের ফিলিংসটা নেয়ার চেষ্টা করে। ঈদের মাঠে গিয়ে দেখি হুজুর বয়ান দিচ্ছে। তবে উপরে প্যাডেল দেয়া হয়নি। বৃষ্টির শঙ্কা থাকলেও বৃষ্টি হয়নি। তো বন্ধুরা মিলে বসে পরলাম। ঈদের নামাজ ছিল সাড়ে নয়টায়। নামাজ আদায় করে আমরা সবাই বের হয়ে গেলাম!

তারপরের সময়টা আমার জন্য খারাপ গেল! হঠাৎ করেই আমার ব্যাথাটা বেড়ে গেল! আমার ব্যাথা হলে একদম খারাপ হয়ে যায়। তাড়াতাড়ি বাড়িতে এসে বিছানায় শুইলাম। বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। এক ঘুমেই দুপুর অবধি! মাথার ব্যাথাটাও অনেকটা কমে গেল! মাথার ব্যাথাটা কমলে নানু বাড়ি গেলাম বিকাল তিনটার দিকে আবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চলে আসলাম। এইতো ঈদের দিনটা এভাবেই কেটে গেল!

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এটা ঠিক বলেছেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শখ গুলো পরিবর্তন হয়। ‌ বন্ধুদের সাথে খুব সুন্দর ঈদ উদযাপন করেছেন। তবে ঈদের দিন তো দেখছি ঘুমিয়েই কাটিয়ে দিলেন। আসলে মাথাব্যথা অস্বস্তিকর হলে কোন কিছুই ভালো লাগেনা। ‌ যাইহোক মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বন্ধুদের সাথে বেশ সুন্দরভাবে ঈদটা উদযাপন করেছেন। আমাদের এধরারেও বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল কিন্তু বৃষ্টি হয়েছিল না। একটু মেঘলা ছিল আকাশ। আপনি অত্যন্ত সুন্দরভাবে নামাজ আদায় করেছেন। সবার সাথে কুশল বিনিময় করেছেন ভীষণ ভালো লাগলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

মাথা ব্যাথা আমারও আছে ভাই, তাই জানি কি করুণ দশা হয় মাথা ব্যাথা হলে! তাও কমের মধ্যে সেরে গিয়েছে, তাই বা কম কি! জলদি এসে রেস্ট নিয়েছেন বলেই হয়তো বেশি বাড়ে নি।

 last year 

এটা ঠিক কথা বলেছেন ভাই, ঈদের দিনটাতে বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর মধ্যে একটা আলাদাই মজা রয়েছে। তাছাড়া, এই দিনটা একা উদযাপন করে কোন মজা নেই। যদিও নামাজ আদায় করার পর থেকে আপনার মাথা ব্যাথাটা বেড়ে যাওয়ার কারণে সময়টা ভালোভাবে কাটাতে পারেননি। যাইহোক, এই মাথা ব্যথার সমস্যাটা থাকলে সবাইকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আপনার এই পোস্টের মাধ্যমে, ঈদের দিনটা আপনি কিভাবে কাটালেন, সেই সম্পর্কে জানতে পেরে বেশ ভালো লাগলো ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই দিনে কাটানো মুহূর্তগুলো সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

বন্ধুদের সাথে ঈদ উদযাপনের মজাটাই আলাদা। একসাথে ঈদের জামাতে অংশগ্রহণ করা, সবাই মিলে সেলফি তোলা। সত্যিই খুব মজার একটি বিষয়। আপনি আপনার বন্ধুদের নিয়ে একসাথে ঈদ উদযাপন করতে পেরেছেন এটা জেনে খুব ভালো লাগলো। এমন একটি অনুভূতিময় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।