সহজে পাওয়া জিনিস নিরাপদ নয়!
30-09-25
১৫ আশ্বিন , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আমাদের হাতে স্মার্টফোন যত সহজলভ্য হচ্ছে তথ্য দেয়া নেয়াটাও তত সহজ হচ্ছে! স্মার্টফোন হাতে আসার পর আমাদের মাঝে একটা চিন্তা চলে আসে কিভাবে সহজে টাকা আয় করা যায়। যেহেতু হাতে একটা স্মার্টফোন আছে সাথে ইন্টারনেট। খুব সহজে টাকা আয়ের নানা ধরনের চেষ্টা করে থাকে অনেকে। বিশেষ করে যারা অনলাইন জগতে নতুন তারা এমন চিন্তাভাবনা করে থাকে। কিন্তু সহজে কি টাকা আয় করা সম্ভব
! যদি সম্ভবও হয় তাহলে সেটা কিভাবে? আসলে অনলাইনে টাকা ইনকাম করা পসিবল। কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা রিয়েল আর কোনটা ফেইক! বিশেষ করে অনলাইনে সহজে ইনকাম করা যায় এমন সাইটগুলো খুবই রিস্কি! আপনাকে প্রথমে ইনভেস্ট করতে বললে তারপর সেখান থেকে দ্বিগুণ হারে আপনি টাকা আয় করতে পারবেন।
তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনাকে ভিডিওতে রেটিং ও কমেন্ট করতে হবে। তার বিনিময়ে আপনি রেগুলার একটা পেমেন্ট পাবেন। তবে এ কাজগুলো করার আগে আপনাকে ইনভেস্ট করতে হবে। মোটা অঙ্কের কিছু টাকা ইনভেস্ট করতে হবে। সেটা হতে পারে দশ হাজার অথবা তার বেশি। তবে আপনি প্রতিদিন ৩৩০ টাকা করে পাবেন। আপনি তিনমিনিট কাজ করেই ৩৩০ টাকা আয় করে ফেলবেন। এমন লোভ যে অনলাইনে আয় করতে চাই এতো সহজে নাকচ করবে না! কারণ তার শুধুসহজে টাকা আয় করা দরকার। প্রতিদিন সে টাকা পাবে। তো এই যে সহজে টাকা পাওয়া কোনো পরিশ্রম ছাড়া এটা কতোটা নিরাপদ এটা তখন তাদের মাথায় থাকে না! আশেপাশে কয়েকজন যখন টাকা তুলে তখন সেও আগ্রহ দেখাবে। তবু একটা কিন্তু থেকেই যায়! আমি টাকা ইনভেস্ট করলাম সেটা দিয়ে মেরে চলে যায়!
এসব ঘটনা এখন অহরহ ঘটছে বাংলাদেশে। বিশেষ করে গ্রামের বেকার যুবকদের মাঝে এমনকি গ্রামের মেয়ে, মহিলারাও এসবে সম্পৃক্ত হচ্ছে। তাদের মগজে ঢুকিয়ে দিয়েছে অল্প কষ্ট করেই টাকা আয় করতে পারবে! আর এমন ফাদেঁ সহজেই পা দিচ্ছে। কোনো একটা সাইটে বা অবসাইটে কাজ করতে গেলে সেটার অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়! সেটা থেকে যদি আর্নিং পসিবল হয় তাহলে এটার ইতিহাস কি? এটার ভবিষ্যৎ কি? কোম্পানিটি বাংলাদেশে প্রচার চালাচ্ছে কেন? মূল উদ্দেশ্য কি? রিয়েল একসেস আছে কি না! আরও কতো কি! আপনি একটা সাইটে টাকা ইনভেস্ট করলেন আর সেটা ধুপ করে একদিন হাওয়া। তখন আপনার মাথায় হাত! অনেকে লাখের মতো টাকা ইনভেস্ট করে। ঋণ নিয়ে এসবে ইনভেস্ট করে।
আমাদের দিকে এমনই একটা ঘটনা ঘটেছে। পেশায় অটো রিকশাচালক। দিন আনে দিন খায়। অনেক কষ্টে বলতে গেলে সংসার চালাতে হয়। তো অনলাইনে জানতে পেরেছিল সহজে ভিডিওতে কমেন্ট করে টাকা আয় করা যায়। গ্রামের কয়েকজন টাকা আয়ও করছে। কিন্তু যেদিন জীবন টাকা ইনভেস্ট করে এডা নামক একটা মিউজিক এডভারটাইজ সাইটে তার ঠিক দুদিন পরেই সেটা থেকে কাজ করে আর টাকা উত্তোলন করতে পারে না। সেখান থেকে জানানো হয় টাকা তুলতে গেলে আরও টাকা ইনভেস্ট করতে হবে! সেটা শুনে জীবন ভেঙে পরে এবং কি করবে সে বুঝতে পারে না।কারণ সে ঋণ করে টাকা দিয়ে এ সাইটে কাজে ঢুকেছিল! তো এই ঘটনাগুলো অহরহ ঘটছে এখন। অনলাইনে নতুন হয়ে থাকলে কোনো কিছুতে ইনভেস্ট করার আগে একশোবার ভাবা উচিত। কারণ আপনি ফাদেঁ পা দিলে আপনার সবশেষ। এজন্য সহজে আয় করার চিন্তা অনলাইন থেকে বাদ দিতে হবে!
যেহেতু ফোন সবার হাতে হাতে আয় করার রাস্তাটাও মানুষ এখন চাচ্ছে সহজে করে নিতে! কিন্তু মানুষ অনেকেই জানে না আয়ের কোনে শর্টকাট নেই! কোনো স্কিল না শিখে কোনো কাজ করা যায় না। অথবা কোনো বিশ্বস্ত সাইট, যেখানে ঘন্টার পর ঘন্টা কাজ করে তারপর কিছু টাকা আয় করতে হয় সেগুলোতে কাজ করাটাই ভালো। সহজ পন্থা বাদ দিন। বরং কঠিন কাজ করুন, নিজেকে প্রমাণ করুন অনলাইনে। তবেই আপনি সাকসেস হবেন অনলাইন জগতে। অনলাইনে কেউ প্রতারিত হতে না চাইলে সহজে টাকা আয়ের রাস্তা থেকে বের হয়ে আসতে হবে। কোনো সাইটে না জেনে টাকা ইনভেস্ট করা এমনকি ভিতরে যাওয়া যাবে না। এমন অনেক সাইট থাকে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়া হয়! কিন্তু আপনি নিজেও বুঝবেন না। এজন্য সতর্ক থাকাটাই সবচেয়ে জরুরি।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟