১ম পর্ব || ভার্সিটিতে Rag Day উদযাপন!
31-07-2025
১৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভার্সিটির বিদায় সংবর্ধনা চলছে। ৪র্থ বর্ষের ভাইদের আমরা বিদায় সংবর্ধনা দিয়ে দিলাম ফরমালভাবে। বিদায় বলতে বিদায় নয় আসলে চারটি বছরের স্মৃতি কি এতো সহজেই মুছে যায়! ক্যাম্পাস জুড়ে বড় ভাইদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা ফার্স্ট ইয়ার! ভাইদের সাথে কিছু স্মৃতি না থাকলে কি হয়! ইইই পরিবারের আয়োজনে ইনফরমাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ২০ই জুলাই! তখন আমরা আসলে অনেক মজা করেছিলাম! বড় ভাইদের ইচ্ছেমতো কাদার মধ্যে চুবালাম, হাহা! তো বড় ভাইদের সাথে যে মজা নিয়েছিলাম আমাদের সাথেও তো মজা নিবে! তার জন্য সারা ভার্সটিকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেটাকে আমরা বলি Rag Day। Rag Day কে কেন্দ্র করে বড়সর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো এবারের আয়োজন দুটি সেগমেন্ট এ করা হয়েছে।
প্রথমদিন, মোরাল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। ভার্সিটিতে এবারই একটু ভিন্ন আঙ্গীকে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। যেহেতো সাংস্কৃতিক সন্ধ্যাটা মোরাল ছিল সেজন্য স্বাভাবিকভাবেই সেখানে কোনো গান-বাজনা হবে না। ধর্মীয় সংগীত ও অভিনয়ের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে আমন্থণ জানানো হয়েছিল প্রফেসর ড.মোক্তার আহমেদকে! মোক্তার আহমেদ স্যারও একজন জ্ঞানী মানুষ! উনি ধর্মীয় রীতিনীতি, শিষ্টাচার দারুনভাবে ব্যবস্থাপনা করে। বর্তমান বিশ্ব সহকামিতার করাল গ্রাসে নিমজ্জিত! বাংলাদেশেও এটা দিনকে দিন বেড়ে চলেছে। এমনি আমাদের ডুয়েটের পাচঁজন শিক্ষার্থীকে সমকামিতার জন্য বহিষ্কার করা হয়েছে। আসলে কোনো ধর্মেই সমকামিতার কথা বলা নেই! তবে পশ্চিমা সংস্কৃতি মাথাছারা দিয়ে উঠছে। এখনই সবার সজাগ দৃষ্টি থাকা উচিত।
প্রফেসর মোক্তার আহমেদ স্যার এ বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। তারপর আয়োজন করা হয় মোরাল সাংস্কৃতিক অনুষ্ঠানের। পূর্বাচল একাডেমির পক্ষ থেকে কচি বাচ্চারা " ও মদিনার বুলবুলি " ইসলামিক সংগীতে দারুণ পারফর্ম করে। তারপর পূর্বাচল সাংস্কৃতিক একাডেমীর তরুণ শিল্পীরাও দারুণ দারুণ ইসলামী সংগীত পরিবেশন করেন। তারপর তাদের দলীয় একটি পারফরর্মেন্স দেখানো হয়। তাদের দলীয় পারফরর্মেন্স টা ছিল সাবেক সড়ক ও যোগাযোগ মন্থী ওবায়দুল কাদেরকে নিয়ে। তাদের অভিনয়টা দারুণ ছিল আসলে। তারপর জুলাইয়ে ডুয়েট ছাত্রদের একটা প্রদর্শনী দেখানো হয়। সেখানে ডুয়েটের ছাত্ররা কিভাবে রাস্তায় নেমে, আন্দোলন করেছিল সেটা দেখানো হয়। তারপর ইসলামিক সংগীতের আয়োজন করা হয়েছিল।
ইসলামিক সংগীতের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সুরকার, গীতিকার ও রচয়িতা মহিব খান! সেই ছোট্রবেলা থেকেই তার ইসলামী সংগীত দেখে এসেছি। তবে তার আগে ওবায়দুল্লাহ তারেক স্যার চমৎকার কিছু ইসলামিক সংগীত পরিবেশন করেন। তার গাওয়া ইসলামিক সংগীতগুলো দারুণ ছিল। যেহেতু রাত বারোটার মতো বেজে গিয়েছিল। পাশাপাশি বাহিরে বৃষ্টিও হচ্ছিল তাই উনি আর সংগীত পরিবেশন করেননি! অবশেষে সবার অপেক্ষার পর মঞ্চে হাজির হলেন সবার প্রিয় মহিব খান! উনার লেখা প্রত্যেকটা ইসলামিক সংগীতের একটা ইতিহাস রয়েছে! সেগুলো ব্যাখ্যা করে ইসলামিক সংগীত পরিবেশন করেন তিনি। টোটাল ১০ টার মতো ইসলামিক সংগীত পরিবেশন করেন! মোরাল কলাচারাল নাইটটা ভালোই ছিল। তবে আজ Rag Day উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে।
চলবে,,,,,,
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | DUET, Gazipur |
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Upvoted! Thank you for supporting witness @jswit.