You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২৩ (Weekly Hangout Report-23)

in আমার বাংলা ব্লগ4 years ago

নেটওয়ার্কজনিত সমস্যার কারণে হ্যাংআউটে প্রথম দিকে জয়েন থাকতে পারেনি। এজন্য প্রথমদিকের কথাগুলোও শুনতে পারিনি। কিন্তু আমি জানতাম আপনার পোস্টটি পড়ার পর সবকিছু জানতে পারবো। এতো নিখুঁতভাবে লিখেন এক কথায় হুবহু কপি বলা যায়। আমার বাংলা ব্লগে এক্টিভ ইউজারদের সংখ্যা এখন দিনে দিনে বৃদ্ধি। ভবিষ্যৎ এ আরও বৃদ্ধি পাবে এই আশা ব্যক্ত করছি। কমিউনিটির সদস্যরা এখন পাওয়ার আপের ব্যাপারে যথেষ্ট সচেতন বলাই চলে। তবে এবারের হ্যাংআউটে দাদাকে পায়নি এজন্য আড্ডাটা তেমন জমেও উঠেনি। আপনাকে দিতে চাই প্রতিবারের মতো এবারের হ্যাংআউটের রিপোর্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।