আসলে কিছু প্রিয় মানুষ থাকে যারা আমাদের সাথে দীর্ঘ অনেকটা পথ চলেছে, তারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক কষ্ট লাগে! ব্যস্ততার কারণে হয়তো কথা হয়না তেমন। তবে তাদের খারাপ সময়ে পাশে থাকতে না পারলে নিজের কাছেই কেমন অপরাধী মনে হয়। খালেক চাচার কিডনী সমস্যা ধরা পরেছে। আশা করি খুব শীঘ্রই উনি সুস্থ্য হয়ে ফিরবেন।
তার দ্রুত সুস্থতা আমিও কামনা করছি ভাই। দেখি এখন কি হয় সামনে।