কনক ভাইয়ের ব্যাপার টা শুনে ভীষন খারাপ লাগলো ভাইয়া! একটা মানুষ চরম পর্যায়ে হতাশাগ্রস্থ হয়ে গেলেই আত্নহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়! আপনাদের কতো সুন্দর স্মৃতি ছিল সেগুলো যেন এখন চোখের সামনে ভাসছে! জীবনের মায়া যে সবারই আছে! কিন্তু জীবন নিয়ে হাজার রকমের অভিযোগ জমে গেলে মানুষ বাধ্য হয় কঠিন সিধান্ত নিতে!
আপনার মন্তব্যের শেষের কথা গুলোর সঙ্গে হয়তো ব্যাপারটা কিছুটা মিলে গিয়েছিল ভাই।