You are viewing a single comment's thread from:
RE: ৪৪৩ রানের এক ধামাকাদার ম্যাচ
আসলেই দাদা মাঠে গিয়ে খেলা দেখার থেকে টিভি বা মোবাইলের স্ক্রিনে সামনল বসে খেলা দেখাটা বেশি স্বস্তির! খেলাটা আমিও দেখেছিলাম। আসলে এনন হাড্ডাহাড্ডি লড়াই হবে কে জানতো! রাসেল যদি এক ওভারে দুজনকে আউট না করতো তাহলে খেলার ফলাফলটা হয়তো অন্যরকম আসতে পারতো। কারণ দুজন ইনফর্ম ব্যাটারকে সে আউট করেছিল। শেষের দিকে করণের ম্যাজিক! আর স্টার্কের কথা কি বলবো! কলকাতা স্টার্ককে বিশ কোটি দিয়ে কিনে লসই করেছে বোধ হয়, হাহা।