নারী/মেয়ে তবে কোথায় নিরাপদ?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু নিউজ দেখার পরে আসলে আমার মনে হয় যে আমার মুখের ভাষাটা পর্যন্ত হারিয়ে গিয়েছে। কারণ কিছু কিছু ঘটনা আমার নিজের মনকে, আমার নিজেকে, আমার নিজের মানসিক অবস্থাকে এতো বেশি নাড়া দেয় যে, সে ঘটনাগুলো যখন চোখের সামনে আসে কিংবা ঘটনাগুলোর ব্যাপারে যখন শুনি. তখন কি ধরনের রিএকশন দিবো কিংবা কি ভাববো সেটা পর্যন্ত মাথায় আনাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর তেমন একটি ব্যাপার হলো, বর্তমানে ধর্ষণ। এই ব্যাপারটি সম্পর্কে আমি আগেও একটি লেখা আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ বর্তমানে এটার চর্চা এখন অসম্ভব বেশি।
তার কারণ এটা আগের একটি লেখাতেই বলেছিলাম যে বর্তমানে এটা এখন ট্রেন্ড হিসেবে চলছে। অর্থাৎ একটা তিক্ত সত্য কথা হলো। অর্থাৎ এটা আমরা না মানতে চাইলেও মেনে নিতে হবে। সেটা হলো, একজন নারী কিংবা একজন মেয়ে নিজের ঘরে অর্থাৎ নিজের বাসস্থানে পর্যন্ত নিরাপদ নয়। যেখানে একটি নারীকে, একটি মেয়েকে তার বাসস্থান পর্যন্ত নিরাপত্তা দিতে পারছে না। সেখানে আসলে আশেপাশের মানুষ নিরাপত্তা দেবে আমার জানা নেই। আসলে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি গুলো সম্মুখীন যখন হচ্ছে। এই পরিস্থিতি গুলো সম্পর্কে যখন জানতে পারছি। তখন আমার কাছে এটাই মনে হচ্ছে যে, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না।
সত্যি কথা বলতে এই জায়গাতে এসেই আমার মনে প্রশ্ন আসছে কিংবা আর হয়তো এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে, এ কারণেই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? নিশ্চয়ই না। কারণ একটি স্বাধীন দেশে একজন নারী যদি নিরাপত্তাহীনতায় ভোগে, একজন নারী যদি নিরাপত্তা না পায়। তাহলে আমি মনে করি সেই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। কারণ একজন নারী, একজন মহিলা তার নিজের ঘরেই বর্তমানে নিরাপদে থাকতে পারছে না। তাই এটা আসলে আমার সকলের কাছে প্রশ্ন যে, আপনার কি মনে হয় মেয়েরা আসলে কোথায় সেইফ?