সেসবের মূল্য অতুলনীয় !

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের প্রিয় মানুষেরা আমাদের যদি কোনো কিছু দেয়। তাহলে আমার মনে হয় সেসবের মূল্য আমাদের কাছে একেবারে অমূল্য হয়ে থাকে। আসলে আমাদের কাছে ওই বস্তুতের কোনো মূল্য থাকে না।যে মানুষটি আমাদের দিয়েছে তারা আমাদের কাছে স্পেশাল থাকে বলে সেই বস্তুটিও আমাদের কাছে স্পেশাল হয়ে যায়। একটা ব্যাপার ভালোভাবে খেয়াল করে দেখবেন যে, কোনো মানুষ যখন কোনো খুব সস্তা, খুব সামান্য একটা বস্তুকে খুব যত্ন করে রাখে। তখন কিন্তু অন্য মানুষেরা তাকে অনেক কথা শোনায়, নানান ধরনের ফাজলামো, মশকরা করে। আমরা আসলে তার মাহাত্ম্য কোনোভাবেই ধরতে পারিনা। আর ধরতে পারলেও হয়তো সেটা বুঝেও না বুঝার ভান ধরে থাকি।

আমাদের আসলে এটা একেবারে মাথাতে আসে না যে, সেই বস্তু কিংবা সে সস্তা জিনিসের মূল্য কিন্তু আমাদের কাছে কোনো কিছুই নেই। কিন্তু যে মানুষটি আমাদের দিয়েছে, সে মানুষটি আমাদের জন্য আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ওই মানুষটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলি। কিন্তু আমরা তাদের দেওয়া প্রতিটি ছোট ছোট বালু কনা ও পরম যত্নে নিজের কাছে রাখি।পরম যত্ন করার কারণ হলো, আমরা সেই মানুষটিকে যত্ন করি। আমরা সেই মানুষটিকে ভালোবাসি।

ভালোবাসার মূল্য অপরিসীম এই ভালোবাসা কখনো ফুরায় না। একটা মানুষ যখন অন্য মানুষকে ভালোবাসে। তখন তার দেওয়া প্রতিটি ছোট ছোট কণা ও প্রতিটি মানুষের কাছে পাহাড়সমূহ হয়ে থাকে। এক একটা জিনিস, এক একটা বস্তু এক একটি স্মৃতি বিয়ে নিয়ে যায়। এক একটি মুহূর্তের স্মৃতি বয়ে নিয়ে যায়। শতকোটি টাকা দিলেও সেই স্মৃতি, সেই বস্তুর মায়া কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। তাই আসলে সেইসব জিনিসগুলোর অর্থাৎ আমাদের ভালোবাসার দেওয়া জিনিসগুলোর পরিমাণ কিংবা মূল্য যা-ই থাকুক না কেনো।সেসব এর তুলনা হয় একেবারেই অতুলনীয়।

ABB.gif