অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যারা অন্যায়ের সামনে মাথা নত করে তারা কখনো বীরপুরুষ হতে পারে না। আসলে আমরা যদি অন্যায়ের সামনে মাথা নত করি তাহলে এই অন্যায় যারা করে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং আমাদের উপরে আরো বেশি অত্যাচার করবে। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে এক শ্রেণীর লোক আছে তারা সব সময় নিচে শ্রেণী লোকেদের উপরে অন্যায় অত্যাচার করে। আসলে নিচু শ্রেণির লোকগুলো দুর্বল হয় তারা কিন্তু বেশি একটা প্রতিবাদ করতে কখনোই পারেনা। আর তারা সবসময় নিজেদেরকে দুর্বল মনে করে কারণ তারা আর্থিক দিক থেকে দুর্বল হয়ে থাকে। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দিই তাহলে দিন দিন এই অন্যায় বাড়তে থাকবে।
আসলে যারা বীরের মত অন্যায়ের প্রতিবাদ করতে পারে এবং অন্যায়ের সামনে কখনো মাথানত করে না তারা জীবনে অবশ্যই বড় হতে পারে। আসলে জীবনে বড় হতে গেলে যে তাকে প্রচুর অর্থের মালিক হতে হবে এমন কোন কথা নেই। আসলে মানুষ ভালো কাজের মাধ্যমেও জীবনে অনেক বড় হতে পারে। কিন্তু একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে জীবনে যারা ভালো কাজ না করে খারাপ কাজের মাধ্যমে জীবনে বড় হতে চায় তারা কিন্তু কখনো জীবনে বড় হয়ে সুখ শান্তি উপভোগ করতে পারে না। আসলে এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন আমাদের সবার খুব খারাপ লাগে।আর আমরা সব সময় অন্যের সামনে মাথা নতুন না করে বরং অন্যায়ের প্রতিবাদ করতে চেষ্টা করব।
আসলে আমরা যদি সবাই মিলে একসাথে প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু এই অন্যায় অত্যাচার কারী লোকগুলো তাদের এই অন্যায়ের পরিমাণ কমিয়ে দিয়ে তারা আস্তে আস্তে ভালো হতে চেষ্টা করবে। আসলে আপনাকে নিজেকে অবশ্যই পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এছাড়াও যদি কোন মানুষ কোন দুর্বল শ্রেণীর মানুষের উপরে অন্যায় অত্যাচার করে তাহলে যদি আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করে সেই মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে পারি এবং অত্যাচারিত মানুষগুলোকে রক্ষা করতে পারি তাহলে সে মানুষগুলো আমাদের সারাজীবন মনে রাখবে। আসলে বহু বীরপুরুষ রয়েছে যারা কিনা জীবনে কখনো অন্যের সামনে মাথা নত কখনো করেনি।
আসলে আমরা যদি এই বীর পুরুষদের চলা পথে এগিয়ে যেতে পারি এবং সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সাহসী মনে করব এবং আমাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে আমাদের চলা পথে এগিয়ে চলার চেষ্টা করব। কেননা আমরা যদি খারাপ পথে চলাফেরা করি তাহলে আমাদের দিকে তারাও কিন্তু খারাপ পথে চলার চেষ্টা করবে। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে অর্থাৎ সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে না পারি এবং তাদেরকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না শেখায় তাহলে কিন্তু তারা কখনো জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তাইতো অন্যায়ের প্রতিবাদ সবাইকে করতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Hello @heartwarming!
আসসালামু আলাইকুম! I was deeply moved by your powerful post about standing against injustice ("অন্যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং"). Your words resonate strongly, reminding us that silence in the face of wrongdoing only emboldens the oppressors.
I especially appreciate your emphasis on how even those who aren't wealthy can achieve greatness through righteous actions. It's a vital message, particularly for those who feel powerless. The call to protect the vulnerable and inspire future generations to stand up for what's right is truly inspiring.
Your post is a testament to the strength of the "আমার বাংলা ব্লগ" community. Thank you for sharing your thoughts and encouraging us all to be brave and speak out against injustice. Keep writing, and let's work together to create a more just world!
ধন্যবাদ!
Awesome