চেনা মানুষ হঠাৎ অচেনা হয়ে যায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চেনা মানুষ হঠাৎ অচেনা হয়ে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।

লিংক
আসলে আমাদের চারিপাশে যে মানুষগুলো ঘোরাফেরা করে হঠাৎ করে কিন্তু সেই মানুষগুলো একটা সময় আমাদের কাছে অচেনা হয়ে ওঠে। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা সব সময় স্বার্থ নিয়ে আমাদের চারিপাশে ঘোরাফেরা করে এবং তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন সেই মানুষগুলো পর মুহূর্তে আমাদের ভুলে যায়। আসলে যে মানুষগুলো তাদের বিপদের সময় তাদের পাশে থাকে এবং তাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য সব সময় চেষ্টা করে সে মানুষগুলো কখনো আমাদের কাছে অচেনা হয় না। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আপন মানুষগুলো যখন আমাদের অচেনা হয়ে যায় তখন হয়তোবা আমাদের কোন ভুল থাকে অথবা তাদেরও কোন ভুল থাকতে পারে।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষের ভুল বোঝাবুঝির কারণে মানুষগুলো আমাদের কাছে অচেনা হয়ে যায়। কিন্তু আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে চেষ্টা করব যাতে করে আমাদের কোন কাজের জন্য আমাদের প্রিয় মানুষগুলো কখনো কোন কষ্ট না পায়। আসলে আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের কাছ থেকে বড় কোন ধরনের আঘাত পেয়ে যাবে তখন কিন্তু সেই মানুষগুলো অনেকটা পাথরের মত হয়ে যাবে এবং তারা হঠাৎ করে আমাদের কাছে অচেনা মনে হবে। আসলে সম্পর্ক যে আমাদের নিজেদের ঠিক করতে হবে এমন কোন কথা নেই। একটা সম্পর্কে যদি দুজনের পরিশ্রম না থাকে তাহলে সেই সম্পর্কটা কিন্তু কখনো ঠিকঠাক ভালো রাখা সম্ভব হয় না।
এজন্য প্রতিনিয়ত আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের সম্পর্কগুলো ভালো রাখতে পারি এবং আমাদের কোন কাজে আমাদের প্রিয় মানুষগুলো কোন কষ্ট না পায় সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখতে পারি। অনেকে আছে যারা মানুষের সুখের সময় তাদের পাশে থাকে এবং তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করে। কিন্তু সেই মানুষগুলো যখন হঠাৎ করে কোন ধরনের বিপদে পড়ে যায় তখন তারা পরের মুহূর্তে সেই মানুষগুলোকে ভুলে যায় এবং এর ফলে কিন্তু সেই মানুষগুলো হঠাৎ করে আমাদের কাছে অচেনা হয়ে যায়। আর এই মানুষগুলো কখনো আমাদের প্রকৃত বন্ধু হতে পারেনা। প্রকৃত বন্ধু যারা কখনো আপনাকে ভুলে যাবে না এবং সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করবে।
তাই তো এই পৃথিবীতে আমরা যার সাথে ভালোবাসার সম্পর্ক নিয়ে আস্তে আস্তে সেই সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে কিন্তু আমরা সেই সম্পর্কটাকে সারা জীবন টিকিয়ে রাখতে পারব। কিন্তু জোর করে কখনো ভালবাসার সম্পর্ক স্থাপন করা যায় না। তাইতো আমরা আমাদের পরিবারের সাথে সবসময় ভালো আচরণ করার চেষ্টা করব এবং আমাদের কোন কাজকর্মে যদি তারা কষ্ট পায় তাহলে সেই কষ্ট কিন্তু সবথেকে বেশি মনে হবে তাদের কাছে। এজন্য আমাদের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিয়ে যদি আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সুখী থাকতে পারবো এবং এর ফলে আমাদের পরিচিত মুখগুলো সবসময় আমাদের কাছে পরিচিত হয়ে থাকবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Hello @heartwarming! This is a truly insightful piece reflecting on the complexities of human relationships. Your exploration of how familiar faces can become strangers, especially due to self-interest or misunderstandings, really resonates. I appreciate how you've emphasized the importance of mutual effort in maintaining relationships and striving to avoid causing pain to our loved ones. The reminder that true friends stand by us, even in difficult times, is a valuable takeaway. Thank you for sharing your thoughtful reflections with the "আমার বাংলা ব্লগ" community! আপনার লেখাটি খুবই সুন্দর হয়েছে। Keep up the excellent work, and I look forward to reading more of your posts!