ঠিক বলেছেন ভাবি রমজান মাসে ভর্তা ভাত খেতে বেশি ভালো লাগে। আমিও চেষ্টা করি সেহরিতে অন্যান্য খাবারের সঙ্গে একটা করে ভর্তার আইটেম রাখার। টাকি মাছের ভর্তা আমার যেমন পছন্দ তেমনি আপনার ভাইয়ারও পছন্দের। অসংখ্য ধন্যবাদ ভাবি টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।
আমার মতো আপনিও সেহেরিতে ভর্তা খান জেনে ভালো লাগলো। আপনাক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।