আপনার ব্লগে আমার ফেলে শৈশব গুলো যেন ফুটে উঠেছিল। সত্যি কতই না মধুর ছিল সেই দিনগুলো। বিশেষ করে বৃষ্টি হওয়ার পর উঠানগুলো পিচ্ছিল হওয়ার পর যখন মাটিতে খেলতাম পড়ে যেতাম তারপরও খেলা বাদ দিতাম না। তাছাড়া সবগুলো ঘটনায় আমার শৈশবের সঙ্গে মিলে যাচ্ছিল আপু। বেশ ভালো লাগলো আপনার শৈশবের স্মৃতিগুলো পড়ে।