You are viewing a single comment's thread from:

RE: র‍্যাগডের নামে যা করছে আমাদের দেশের শিক্ষার্থীরা। ১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আধুনিকতার ছোঁয়া সমাজের সর্বত্র লেগে গেছে। তার সাথে ঢুকে গেছে পশ্চিমা কালচারের কিছু অপসংস্কৃতি। সবকিছুরই ভালো এবং খারাপ দুটো দিক থাকে। কিন্তু বর্তমানের সমস্যা হচ্ছে আমরা খারাপের দিকেই বেশি ঝুঁকে পরি। এসব কাজগুলো আমরা যদি শালীনতার মাধ্যমে পালন করে সঠিক ভাবে উদযাপন করতাম তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভাল কিছুই শিখতে পারতো আশা করি।

Sort:  
 4 years ago 

আপনি যথার্থ বলেছেন আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব‍্যের জন্য।।