ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্ত || শেষ পর্ব
আসসালামু আলাইকুম
পার্কে ঘুরাঘুরি শেষ করে আমরা যখন বের হচ্ছিলাম তখন দেখলাম খুব সুন্দর একটা গেট। সেখানে thanks লেখা। পুরোটা সবুজ রঙের মধ্যে সুন্দর করে ডিজাইন করা ছিল। পাতাগুলো এত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে সত্যিকারের। এই গেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ছবি তুললাম। সেখান থেকে বের হয়ে এবার আমাদের টিকেটের একটা ছবি তুলে নিয়েছি। আমরা প্যাকেজে যতগুলো রাইড ছিল প্রত্যেকটাই কমপ্লিট করেছি যার কারণে প্রত্যেকটা পাঞ্চ করা। অল্প সময়ের মধ্যে এতগুলো রাইড কমপ্লিট করা একটু কঠিন ছিল তবে আমরা শেষ পর্যন্ত সবগুলোই করেছি।
তার থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর দেখলাম চারপাশে সব কিছু খুব সুন্দর ভাবে লাইটিং করা। দিনের বেলা একরকম সৌন্দর্য দেখা যায় রাতের বেলা লাইটিং এর কারণে আরেকরকম সৌন্দর্য দেখা যায়। পার্কের বড় চরকিটার মধ্যে খুব সুন্দর লাইটিং ছিল যেটা বাইরে থেকে দেখতে দারুন লাগছিল। তার থেকে বের হওয়ার পর দেখলাম কালকের বিভিন্ন নাম গুলো বিভিন্ন রকম লাইটিং দিয়ে ডেকোরেশন করা। লাইটিং এর বিভিন্ন ফটোগ্রাফি করলাম।
তার থেকে বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর গাড়ি ঠিক করলাম বাসায় আসার জন্য। গাজীপুর থেকে নরসিংদী মোটামুটি দূর আছে। আর যেহেতু রাতের বেলা তাই ভেতরের শর্টকাট রাস্তা ব্যবহার না করে মেইনরোড দিয়ে বাসায় আসলাম। রাত 10 টা বেজে গেল বাসায় আসতে আসতে। তবে আমরা সময় গুলো বেশ এনজয় করেছি।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1946107715010650120?t=_b2fm0gVdzVV7ZU3Rh_kZg&s=19
https://x.com/IsratMim16/status/1946108269090742593?t=mAMPnf1YnQDQUuztGpjO3Q&s=19
এরকম বিনোদন কেন্দ্র কিংবা পার্কে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আর চমৎকার সময় অতিবাহিত করা যায়। আপনার এই পোস্ট দেখে ভালো লেগেছে আপু। জায়গাটি খুবই সুন্দর মনে হচ্ছে।
আমারও একবার ঘোরা হয়েছে ড্রিম হলিডে পার্ক। ভীষণ সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ। একটুও নজর সরানো যায় না চারিদিকে এমন সৌন্দর্য ছড়িয়ে রয়েছে যা মন কেড়ে নেয়। সত্যি একদিনে পুরোটা কভার করা অনেক মুশকিল।