ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করছি।
যদিও এটা খুব সিম্পল। তবে তৈরি করতে মোটামুটি ভালই সময় লেগেছে। তবে আমার কাছে এসব জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ডাই প্রজেক্টের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- জেল পেন
প্রথম আমি নীল কালারের কিছু ক্লে নিয়ে নিলাম। ক্লে দিয়ে আয়তাকার আকৃতি করে নিলাম।
এরপর এটি চারপাশে কিছু ক্লে দিয়ে ঝুড়ির মতো শেপ তৈরি করে নিলাম।
এরপর গোলাপি রঙের ক্লে দিয়ে কিছু বল তৈরি করে নিলাম।
এরপর সবগুলো একসাথে করে একটি ফুল তৈরি করে নিলাম।
এরকম করে আরো কয়েকটি ফুল তৈরি করে নিলাম।
এরপর ফুল গুলোর নিচে সবুজ কালারের ডাল তৈরি করে বসিয়ে দিলাম।
সবগুলো ফুল ঝুড়িতে বসিয়ে দিলাম। এবং কিছু পাতা দিয়ে দিলাম। সবশেষ আশেপাশে একটু সাজিয়ে নিলাম।এভাবে আমি আমার ডাই প্রজেক্টে শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
আপনি ক্লে দিয়ে দারুণভাবে ফুলের ঝুড়ি তৈরি করেছেন আপু। খুব ভালো লাগলো এই ডাই পোস্টটি দেখে। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করতে আমারও খুব ভালো লাগে। তবে সময়ের অভাবে এখন ক্লে দিয়ে কিছুই তৈরি করা হয় না। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/IsratMim16/status/1973779469522685970?t=Y6bd3DGizj04xJRg_9e2bA&s=19
ওয়াও আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে চমৎকার জুড়ি তৈরি করেছেন। তবে আপনার ক্লে দিয়ে তৈরি অসাধারণ হয়েছে। আর এই ঝুড়ি যদি ঘরের মধ্যে সাজিয়ে বা টেবিলের উপর রাখা হয় দেখতে কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে ঝুড়ি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ক্লে দিয়ে একবার অসাধারণ একটি ফুলের ঝুড়ি তৈরি ফেলেছেন ৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফুলের ঝুড়ি তৈরি করেছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো যেভাবে শেয়ার করেছেন সেটিও একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন।। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷