একটি বাটি ভর্তি নুডুলসের ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি নুডুলস এর বাটির ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা বাটি এবং দুটো চপস্টিক আর্ট করে নিলাম।
এরপর বাটির ভিতরে নুডুলস অঙ্কন করে নিলাম।
এবার আমি সম্পূর্ণ ড্রয়িং টা জেল পেন দিয়ে অঙ্কন করে নিলাম।
এবার আমি মাটির ভিতরের এই নুডুলস গুলোর মধ্যে আঁকাবাঁকা দাগ দিয়ে নুডুলস অঙ্কন করে নিলাম।
![]() | ![]() |
---|
তারপর আমি বাটির মধ্যে কিছু মেন্ডেলা ডিজাইন করে নিয়েছি। প্রথমে আমি বড় কিছু ডিজাইন অংকন করে নিলাম তারপর এই ছোট ছোট বৃত্ত দিয়ে সম্পূর্ণটা ভরাট করে নিয়েছি। এভাবেই ড্রইং টা শেষ করলাম।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
বাটি ভর্তি নুডুলসের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনার চিন্তাধারা সত্যি প্রশংসনীয়। অনেক সময় নিয়ে দারুণ একটি আর্ট করেছেন আপু।
সুন্দর ওগঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য ধন্যবাদ আপনাকে।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি ভিন্ন রকম চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আর এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো অনেক ভালো লাগে। এবং বাটি ভর্তি নুডুলস এর ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন এর কারণে দেখতে চমৎকার লাগলো। ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ওগঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর একটা আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। এমন সাদা কালো আর্ট আমার খুব পছন্দ হয়। আপনি চমৎকার সুন্দর করে বাটি ভর্তি নুডুলসের ম্যান্ডেলা আর্টটি তৈরি করেছেন, দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
আমার এই আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
যেভাবে আপনি আজকের এই সুন্দর আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে মনে হচ্ছে যেন বাস্তবের একটি নুডুলস এর রেসিপি যেন চোখের সামনে ভাসছে৷ যেভাবে আপনি এখানে বাটি ভর্তি নুডুলসের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন তা দেখে খুবই সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দরভাবে আপনি একেবারে বাস্তবের দৃশ্যকে আপনার আর্টের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন৷
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা অবিরাম।
বেশ এঁকেছেন বাটি ভর্তি নুডলস এর ম্যান্ডালাটি। সাদা কালো হওয়ায় আরও বেশি সুন্দর লাগছে। ম্যান্ডালা আর্ট এর ছোট ছোট ডিজাইনের জন্য বেশি সুন্দর লাগে।