একটি থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি থ্রি ডি আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। এই কারণে আজ অনেক দিন পর করলাম। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করছি। এটা করতে মোটামুটি ভালই সময় লেগেছে। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

1000045277.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিলাম। এ বৃত্তের ভেতর আরও কিছু দাগ এঁকে নিলাম।

1000045263.jpg

ধাপ - ২

এরপরে গোলের মাঝখানে ছোট ছোট দাগ এঁকে ‌ নিলাম।

1000045265.jpg

ধাপ - ৩

এরপর পেন্সিল দিয়ে আঁকা গুলো জেল পেন দিয়ে এঁকে নিলাম।

1000045266.jpg

ধাপ - ৪

এরপর ছোট ছোট দাগের মধ্যে কালো রং করে দিলাম। কালো রং এক ঘর পর পর করলাম।

1000045267.jpg

ধাপ - ৫

এভাবে বাকি ঘরগুলোতেও কালো রং করে নিলাম। এভাবেই পুরো ড্রইং টা শেষ করলাম।

1000045274.jpg

Final Look

1000045275.jpg

1000045277.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Absolutely stunning, @isratmim! Your 3D mandala art is captivating! The way you've meticulously detailed each step, from the initial circles to the final shading with the gel pen, makes it so accessible for others to try. I especially love the contrast between the black ink and the white paper – it really makes the design pop.

It's fantastic how you diversify your art styles, and this mandala is a beautiful addition to your collection. Thanks for sharing your creative process and inspiring us with your talent. I'm sure others will appreciate the effort you put into creating this masterpiece. Keep up the fantastic work! What kind of art are you planning to share next? I'm eagerly waiting!

 2 days ago 

ওয়াও আজকে আপনি খুব চমৎকার থ্রিডি আর্ট করেছেন। আপনার থ্রিডি আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ধরনের আর্ট গুলো সময় দিয়ে করলে দেখতেও চমৎকার লাগে। ভালো লাগার মত চমৎকার থ্রিডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 yesterday 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 yesterday 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

বরাবরের মতো আজকেও দারুণ একটি আর্ট শেয়ার করেছেন আপু। থ্রিডি আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। এমন আর্ট করতে ঝামেলা লাগলেও,সম্পন্ন করার পর সব কষ্ট দূর হয়ে যায়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 hours ago 

একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপনি ৷ আপনার কাছ থেকে সুন্দর আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ সব সময় আপনার কাছ থেকে থ্রিডি আর্ট গুলো আমি দেখে থাকি। সেগুলো আমাকে সবসময় অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আজকে যেভাবে আপনি এত চমৎকার এই আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত অসাধারণ একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য৷