রঙিন কাগজ দিয়ে কিউট ঘুড়ি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে কিউট কিছু ঘুড়ি তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- জেল পেন
- কাঁচি
প্রথমে আমি লাল কালারের একটি কাগজ বর্গাকৃতি করে কেটে নিয়েছে এবং কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর কোনাকুনি ভাঁজ গুলো খুলে কিছুটা অন্যরকম ভাঁজ করে নিয়ছি।
![]() | ![]() |
|---|
এরপর একপাশ আবার কোনাকুনি ভাঁজ করে নিলাম।
![]() | ![]() |
|---|
এরপর আমি কাগজটির উল্টা পাশে আবার কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
|---|
তারপর আমি কোনাকুনির দুই পাশে আবার ভাঁজ দিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এরপর আমি কোনাকুনি ভাঁজগুলো খুলে দিলাম এবং উল্টিয়ে নিচের কাগজটি ভাঁজ করে সমান নিলাম।
![]() | ![]() |
|---|
তারপর আমি ঘুড়িটি তৈরি করে নিলাম। এরপর জেলপেন দিয়ে চোখমুখ এঁকে নিলাম।
![]() | ![]() |
|---|
এভাবে আমি বেশ কয়েকটি কিউট ঘুড়ি তৈরি নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim





















ওয়াও আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর কিছু কিউট ঘুড়ি তৈরি করছেন।আপনার তৈরি করা ঘুড়ি গুলো দেখতে অসাধারণ লাগতেছে।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন আপু। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
চমৎকার একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের তৈরি কিউট ঘুড়ি গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আসলে রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে ঘুড়ি তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা ঘুড়ি দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামি গুলো।