রঙিন কাগজ দিয়ে বো তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ডাই এর সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- গ্লু
- কাঁচি
প্রথমে আমি একটা রঙিন কাগজ বর্গাকৃতির কেটে নিয়েছি। তারপর এটাকে দুইপাশ থেকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
এবার কাগজটাকে মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম। এরপর কোণাগুলো রাউন্ড করে কেটে নিয়েছি।
এরপর আগের কোনাকুনি ভাঁজ অনুযায়ী দুইটা পাশে ভাঁজ বরাবর কেটে নিলাম। শেষে কিছুটা অংশ রেখেছি ঐটুকু কাটিনি।
এবার ভাজটা খুললাম। পুরাটা না কাটার কারণ হচ্ছে চারটা দিক যেন মাঝখানের জায়গাটায় আটকে থাকে।
এরপর আমি দুই দিকের কাটা অংশটুকু উপরের দিকটায় একটা লম্বা অংশ রেখে বাকিটুকু কেটে ফেলে দিয়েছি। আর নিচের অংশটুকুতে কোনাকুনি লম্বা দুইটা কাগজের অংশ রেখে বাকি মাঝখানের অংশটুকু কেটে ফেলে দিলাম।
এরপর আমি চারটা কোনা চার দিক থেকে ঘুরিয়ে এনে মাঝখান বরাবর সবগুলো আটকে দিলাম গ্লু দিয়ে।
এবার অন্য পাশের লম্বা অংশটুকু ঘুরিয়ে মাঝখান বরাবর পেচিয়ে আটকে দিলাম। এভাবে রঙিন কাগজের বো তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1955495632824828140?t=8oXjz4pl738dmh9w9DZxNQ&s=19
https://x.com/IsratMim16/status/1955496200045728095?t=dzVdV3J5mGtbrKF5m8NzJA&s=19
হ্যাঁ এটি ঠিক বলেছেন গিফট বক্স এর উপর এরকম বো তৈরি করে দিলে দেখতে ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বো তৈরী করেছেন। এবং বো তৈরী প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন এ ধরনের কাগজের বো বানিয়ে গিফট বক্সের উপর লাগিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আপনার বানানো কাগজের বোটি বেশ সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর একটি বো তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার বিভিন্ন কারুকার্য করার দক্ষতা ভীষণই চমৎকার হয়ে থাকে। আজকের এই বোটিও আপনি ভীষণ সুন্দর করে তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ্ আপু রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি বো তৈরি করেছেন। বো টা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি বো তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর একটি বো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি বো তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি বো দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি এখানে রঙিন কাগজ ব্যবহার করে এটি তৈরি করেছেন তা যেভাবে চমৎকার হয়েছে৷ তার পাশাপাশি এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এরকম কিছু আমি আগে কখনো দেখিনি৷ এই প্রথম আপনার কাছ থেকে এটি দেখতে পেলাম৷