রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলের অরিগামি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই তৈরি করে শেয়ার করছি। রঙিন কাগজ দিয়ে অনেকদিন হলো অনেক আমি তৈরি করা হয় না। ইদানিং আসলে সেরকম একটা সময় পাওয়া হয় না তাই এগুলো তৈরিও করা হয় না। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করে শেয়ার করছি। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
অরিগামিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- গ্লু
- কাঁচি
প্রথমে গোলাপি রঙের কাগজ বর্গাকৃতির ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর কাগজটা আবারও কয়েকবার মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর আমি আরো কয়েকটি ভাঁজ করে নিয়েছি। এবং পাপড়ির মতো দাগ টেনে নিয়েছি।
![]() | ![]() |
---|
ভাঁজ করা অবস্থায় কেটে নিলাম এবং ভাঁজটি আস্তে আস্তে খুলতে শুরু করলাম।
![]() | ![]() |
---|
ভাঁজ টা খুললে একটা ফুলের মত দেখা যাবে। এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি।
![]() | ![]() |
---|
ফুল গুলো এক একটি করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং হলুদ কালারের একটি ছোট তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
ছোট ফুলটি শাপলা ফুলের মধ্যে লাগিয়ে দিলাম। এরপর সবুজ কালারের একটি গোল কাগজ কেটে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর কাগজটি মাঝখান দিয়ে কেটে নিলাম।
ফুল টি সবুজ কাগজের ওপরে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। একই নিয়মে আরেকটি ফুল তৈরি করে নিলাম। এভাবেই শাপলা ফুলগুলো তৈরি হয়ে গেল।
![]() | ![]() |
---|
ধন্যবাদান্তে
@isratmim
আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলের অরিগামি বানিয়েছেন। আপনার ফুল তৈরি কিন্তু অসাধারণ হয়েছে। মনে হচ্ছে বাস্তবে কোন ফুল হবে। খুব সুন্দর করে কাগজের ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজের অরিগামি গুলো বানাতে যেমন ভালো লাগে দেখতেও চমৎকার লাগে। আপনি অসাধারণভাবে রঙিন কাগজ কেটে শাপলা ফুল এর অরিগামি বানিয়েছেন। আপনার বানানো এই ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে কিন্তু ভালোই লাগবে। এ ধরনের অরিগামি গুলো বারবার দেখতে মন চায়।
ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম সুন্দর মন্তব্য পেয়ে।
ওয়াও আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি শাপলা ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা শাপলা ফুলের অরিগ্যামি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা আজকের এই শাপলা ফুল খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে এই সুন্দর পোস্ট শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এই রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফুল যখন শেষ পর্যন্ত যখন দেখলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷
সুন্দর মন্তব্যর মধ্যেমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।