আপু আপনার কদবেলের রেসিপি দেখে আর লোভ সামলাতে পারছি না। কদবেলের ভর্তা রেসিপি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। কদবেল খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এভাবে ভর্তা করে খেলে তো কথাই নেই। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু কদবেল ভর্তা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
কদবেল এভাবে ভর্তা করে খেতে সত্যিই অনেক টেস্টি লাগে। খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পেয়ে।