সেটা হলো রমজান মাসের ৭ তালা সিঁড়ি বেয়ে উঠে, ক্লাস করা এবং এর পরে আবার অন্যান্য ভবনে গিয়ে ক্লাস করা অনেক বেশি কষ্টকর
রোজা রেখে এটা তো আসলেই বেশ কষ্টকর। আমাদের ও ক্লাস চলছে। কিছু ক্লাস অফলাইনে চলছে তবে কিছু কিছু অনলাইনেও দিয়েছে। তাই প্রেশারটা খুব একটা হচ্ছে না। দুইদিন অফলাইনে ক্লাস দিয়েছে। সেই দুইদিন যেতেও কষ্ট হয়ে যায়।