পাকোড়া খেতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আজকে আপনি মুলার মজার পাকোড়া রেসিপি করেছেন। তবে অনেকে মুলা খেতে পছন্দ করে আবার অনেকে মুলা তো পছন্দ করে না। কারণ মুলা মধ্যে আলাদা একটা গন্ধ আছে এই কারণে। ধন্যবাদ আপনাকে মুলার পাকোড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি ভাইয়া অনেকেই মুলার গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে খেলে একটুও গন্ধ পাওয়া যায় না।ধন্যবাদ।