হ্যাঁ ভাইয়া আগে কিন্তু ঈদগুলো মজা ছিল। এখন আধুনিক যুগে ঈদের মজা একদম চলে গেল। আর আগে ঈদ আসলে এক মাস থেকে বিভিন্ন ধরনের জিনিস বানাতে এবং কিনাকাটা করতো। আর ঈদের সময় আনন্দ তো আরো বেশি লাগতো। তবে এটি একদম ঠিক বলেছেন আমরা যদি একটু সময় দিই তাহলে ভালো হয়। বিশেষ করে ছোট বাচ্চাদের হাতে সালামি দিয়ে তাদেরকে সময় দিলে ঈদ সুন্দর কাটবে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।