আপনি দেখছি খুব সুন্দর করে পেয়ারা মাখা রেসিপি করেছেন। অসুস্থতার কারণে অনেক সময় মুখে রুচি না থাকলে এ ধরনের মাখা জিনিস খেলে মুখের রুচি আছে। আর এটি ঠিক বলেছেন পেয়ারার মধ্যে কোন দোষ নেই। তাই যেকোনো মানুষ খেতে পারে পেয়ারা। খুব সুন্দর করে পেয়ারা মাখা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।