স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগ5 months ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। গত সপ্তাহের মত আজকে আবার উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আজকের ছোট কবিতা গুলো একটু বিরহকেন্দ্রিক। চেষ্টা করেছি মনের মাধুর্য মিশিয়ে কবিতার লাইনগুলো তৈরি করতে। যেন পাঠকের কাছে ভালো লাগে আবৃত্তি করতে। তাহলে শুনুন কবিতাগুলো আবৃত্তি করি।

IMG_20250220_232258.jpg

Photo editing by Huawei mobile app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

তোর আচরণগুলো হয় না আপন

হয় না কখনো আমার মনের মতন।

ভালোবাসার নামে যত করিস যতন
কথাগুলো লাগে কাটার মতন।

ভালবাসতে মন লাগে আরো মনের মায়া
যেমন করে লেগে থাকে ব্যক্তির মাঝে ছায়া।

ভালোবাসি যতন করে মনের ঘরে থেকে
ভালোবাসবো সারা জীবন হৃদয় মাঝে রেখে।


দুই নম্বর অনু কবিতা

শীতের শেষে ফাল্গুন এসে ফুটিয়েছে ফুল

ভালোবাসার মাঝে থাকে কত শত ভুল।

ভুল ভেঙ্গে পাশে এসে বন্ধু যখন থাকে
মনের দেয়ালে কারু শিল্পী নতুন ছবি একে।

প্রজাপতিরা ছুটে আসে ভালোবাসার টানে
মুখরিত হয় পরিবেশ কোকিলের গানে গানে।

আমিও বন্ধু গেয়ে উঠি গান তোমায় ভালোবেসে
বুঝে নাও মনের কথা মিষ্টি মিষ্টি হেসে।


তিন নম্বর অনু কবিতা

আজকের সকালটা ছিল কুয়াশায় পরিপূর্ণ

বৃষ্টি নেমে এসেছিল কিছুক্ষণের জন্য।

অনেকদিন পর দেখা মিলল টিপ টিপ বৃষ্টি
অনুভবে ভালবাসতে লেগেছিল খুব মিষ্টি।

রসগোল্লা আর চমচম ছিল মিক্সপেতে রাখা
কিছুক্ষণের জন্য তোমার পথ চেয়ে থাকা।

তবু তুমি আসলে না মনের ছোট্ট ঘরে
ব্যস্ততার মাঝে তোমার স্মৃতি আর্তনাদে মারে।


চার নম্বর অনু কবিতা

এভাবেই দিনগুলো শেষ হয়ে যায়

ভালোলাগার অনুভূতি মন থেকে হারায়।

পুষে রাখার স্বপ্নগুলো তুষ হয়ে পুড়ে
স্বপ্নগুলো চোখের সামনে বেতাল হয়ে ঘুরে।

এভাবেই নিঃশেষ হবে সাজানো মনের আশা
শত চেষ্টায় পাবে না আর তেমন ভালোবাসা।

হারিয়েছো তুমি মন থেকে দূরে দূরে সরে থেকে
পাথর হয়েছে ভালোবাসা মিথ্যে স্বপ্ন দেখে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আজকে আমি চেষ্টা করেছি একটু বিরহকেন্দ্রিক অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য। কবিতা লিখতে বরাবরই ভালো লাগে আমার। তাই যখন যেমন অনুভূতি জেগে ওঠে তখন সেভাবে কবিতা লেখার চেষ্টা করি। এখানে কোন বাস্তবতা কে কেন্দ্র করে লেখা নয়। এক এক জনের কবিতা পড়ে, এছাড়া বিভিন্ন বিষয় অনুভূতি মনের মধ্যে নিয়ে লেখার চেষ্টা। থেকে এভাবেই ছোট ছোট চারটি কবিতা লিখেছি। আমার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 5 months ago 

আজকের কাজ কমপ্লিট

Screenshot_20250220_232727.jpg

Screenshot_20250220_232711.jpg

Screenshot_20250220_224502.jpg

 5 months ago 

খুব সুন্দর কয়েকটি বিরহের অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আপু। কিছু মানুষের কথা আসলে কাটার মত লাগে। প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে। ছন্দে ছন্দে মনের ভাব প্রকাশের সুন্দর মাধ্যম হলো কবিতা। ছন্দে ছন্দে খুব সুন্দর বিরহ প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে।। ভালো লাগলো আপু আপনার প্রত্যেকটি কবিতা পড়ে।

 5 months ago 

অসাধারণ কিছু অনু কবিতা লিখেছে।ন আপনার প্রত্যেকটা অণু কবিতা পড়ে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আজকে আপনি মনের মাধুরী দিয়ে চারটি ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের সুন্দর সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর অনু গুলো কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার অনু কবিতাগুলো আমি সবসময় পড়ে থাকি৷ সব সময় আপনার সুন্দর অনু কবিতাগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে
থাকে৷ আজকেও আপনি একেবারে অসাধারণ কবিতা শেয়ার করেছেন৷ এখানে আপনি যেভাবে এই সুন্দর অনু কবিতাগুলো একের পর এক শেয়ার করেছেন তা পড়ে খুব ভালো লাগলো৷ এখানে আপনি এই অনু কবিতাগুলো তৈরি করার মাধ্যমে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷

 5 months ago 

বাহ! আপু আপনি তো দারুণ অনুকবিতা লিখেন। প্রত্যেকটা অনুকবিতাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 5 months ago 

বিরহের কবিতা গুলো পড়তে আমার বরাবরই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা প্রতিটি অণু কবিতা জাস্ট অসাধারণ হয়েছে আপু। আপনি আসলেই খুব ভালো কবিতা লিখেন। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।