স্বরচিত একগুচ্ছ বিরহ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করি।

Picsart_24-10-17_18-20-08-764.jpg

Photo editing by PicsArt app

Photography device: Infinix Hot 11s


এক নম্বর অনু কবিতা

আমি আমাকে হারিয়ে ফেলেছি

প্রিয়জনাকে হারিয়ে ফেলার বিষে

মনে হয় যেন আর জেগে নেই এই ধারায়
কবে কখন মাটির সাথে গেছি মিশে।

বিলীন হয়ে গেছে মনের ভালোবাসা
এই বুক জুড়ে শুধু আজ নিরাশা।

বর্ষার বারিধারার অথৈয় জলের স্রোতে
আমার ভালোবাসা হারিয়ে গেছে এক নিমিষে।


দুই নম্বর অনু কবিতা

আবেগে ভালোবাসা হয় না

রয় না সারা জীবন
তার বাস্তব প্রমাণ দেখেছে এই মন।

দেখেছে কত হৃদয় ভাঙ্গা আর্তনাদ
যে প্রেম ছিল মধুর
সীমিত সময়ের হারিয়ে ফেলেছে প্রেমের স্বাদ।

দেখেছি কত উন্মাদ প্রেমিক
ভালোবেসেছে মন প্রাণ উজাড় করে
পেল না তার প্রতিদান।

পেয়েছে শুধু অবহেলা
কারণে অকারনে দিত জালা
সত্যি কারের মন বুঝেনি প্রিয়জন।


তিন নম্বর অনু কবিতা

ভালোবাসার জগৎটা কেমন জানি

মরীচিকার কালো আঁধারে ঢাকা

সেখানে নেই কোন সুখ-শান্তি
আছে শুধু অবিরাম বিরহ গ্লানি

আছে কিছুটা আবেগ অনুভূতি ভালোলাগা
তাও সে সীমিত সময়ের জন্য।

আজকের ভালবাসা লাগে জঘন্য
জীবনকে সে আর করতে পারে না ধন্য।

আবেগের অতল গভীরে হারিয়ে যায়
রক্ত ভান্ডার রূপে খুজে পাই পাপের সাগর।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আজকের কবিতাগুলো বিরহ অনুভূতিতে লেখা ছিল। চেষ্টা করেছি একটু বিরহ অনুভূতি দিয়ে কবিতার লাইন গুলোর সাথে। জানিনা কতটা সুন্দরভাবে ফুটে তুলতে পারছি কবিতার লাইন। তবুও চেষ্টা করেছি একটু সুন্দর ভাবে মনের আবেগ দিয়ে লিখতে। যেখানে প্রিয় মানুষের ভালোবাসা হয়ে ওঠে যন্ত্রণার কারণ। যেখানে আশা থেকেও আশা ভঙ্গ হয়। ঠিক তেমনি আবেগ মাখা কিছু অনুভূতি মনের মধ্যে জাগ্রত করে কবিতার লাইনগুলো লেখা। হয়তো এই কবিতার মধ্যে আপনারা অনেকের অনেক বাস্তব জীবনধারা খুঁজে পাবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Sort:  
 last year 

আপনার অনুভূতিমূলক অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে ভালো লাগে। এটা সত্যি বলেছেন ভালোবাসা আবেগের দ্বারা হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

তাহলে বুঝতে পেরেছেন। পাশে থাকার জন্য ধন্যবাদ

 last year 

মানুষের জীবন পরিপূর্ণ নয় ভালোবাসা থাকলে তার ভিতরে নিরাশাও থাকবে এটাই স্বাভাবিক। যাইহোক আপনার একগুচ্ছ কবিতার মধ্যেও আমার প্রথম কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর মন্তব্য করেছেন

 last year 

প্রিয়জন হারিয়ে গেলে আমরা নিজেকেই হারিয়ে ফেলি।সকল আশায় নিরাশা হয়ে যায়।
আপু আপনি আজকে খুব সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটে উঠেছে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

কবিতার অর্থ বুঝতে পেরেছেন

 last year 

আপু না বুঝলে কমেন্ট করতাম না। কবিতা পড়ে তারপর কমেন্ট করেছি।

 last year 

মাঝে মাঝে সুমন ভাইয়া অনেক সুন্দর সুন্দর বিরহের কবিতা লেখে। আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর বিরহের কবিতা লিখেছেন। বিরহের এরকম ছোট ছোট অন্য কবিতা গুলো পড়ে আমার তো ভীষণ ভালো লাগলো। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। কখনো ভালোবাসা অনেক ভালো আবার কখনো অনেক খারাপ। যাইহোক ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো

 last year 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই কবিতা আবৃত্তি করে। আজকে আপনি খুব সুন্দর ভাবে বেশ কিছু আনু কবিতা লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। কবিতাগুলো আমার কাছে দারুন মনে হয়েছে।

 last year 

প্রশংসা করার জন্য ধন্যবাদ

 last year 

আপু আপনি বিরহের খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। মানুষের জীবনে ভালোবাসা যেমন রয়েছে তেমনি বিরহও রয়েছে। ভালোবাসার মানুষকে হারিয়ে বিরহে জীবন কাটানো খুবই কষ্টকর। যাই হোক আপনার প্রতিটা কবিতা খুব সুন্দর হয়েছে। এমনেতেই আমার কাছে অনু কবিতা পড়তে খুব ভালো লাগে তারমধ্যে বিরহ নিয়ে লেখা থাকলে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর মন্তব্য করেছেন

 last year 

প্রিয়জনকে হারানোর বেদনা সত্যিই অনেক কষ্টকর। আপনি বিরহের অনু কবিতা গুলো সুন্দর ভাবে লিখেছেন। মনের অনুভূতিগুলো যেন সুন্দরভাবে প্রকাশ করেছেন। ভালো লাগলো কবিতাগুলো।

 last year 

বুঝতে পেরেছেন তাহলে

 last year 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে কিছু বিরহের অনু কবিতা লিখেছেন। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়।

 last year 

আমি চেষ্টা করেছি একটু সুন্দর ভাবে লিখতে