শৈশবের স্মৃতি মানে ই তার মধ্যে লুকিয়ে থাকে অনাবিল আনন্দ এর কথা যা মনকে নাড়া দিয়ে সেখানে চলে যেতে চাই, কিন্তু বাস্তবে তো সেখানে যাওয়া আর সম্ভব নয়। তাই যখনই বা যতবার এসব স্মৃতির কথা মনে পড়ে তখনই মন হারিয়ে যাই, ছোটবেলায় সেই বৃষ্টিতে ভিজে কতই না খেলেছি , জীবনের এসব স্মৃতিগুলো খুব মিস করি। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি পোস্ট আপনি আজকে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন আপু শৈশবের স্মৃতি মানেই মনের মধ্যে লুকিয়ে থাকা অনাবিল আনন্দ।