বর্তমান শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে আখের রস খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু লাগে। যদিও আপনি আখের রস খেয়েছেন তবে, ভোরবেলা যদি খেতে তাহলে আরও বেশি স্বাদ পেতেন। ভোরবেলা আখের রস খাওয়ার মাঝে অন্যরকম এক ফিলিংস কাজ করে চারিদিকে কুয়াশা আর সেই কুয়াশার মাঝে বসে আখের রস উফফ জিভে জল এসে যাচ্ছে। যাইহোক চাচাতো ভাইয়ের সঙ্গে এগিয়ে আখের রস খেয়েছেন জেনে ভালো লাগলো। সুন্দর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
হ্যাঁ শীত একটু বেশি হলে তখন ভোর বেলায় যাব।