সেদিন সংসদ ভবনে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম ভাবতেই পারিনি যে রাত্রেবেলা সংসদ ভবন দেখতে এতটা সুন্দর দেখায়। হঠাৎ করেই এরকম ছোটখাটো প্লান করতে অনেক বেশি ভালো লাগে যদিও আমি বাহিরে তেমন একটা বের হই না তবে সেদিন বাহিরে বের হয়ে খুবই মজা পেয়েছি। ঘোড়ার গাড়িটা তো আমি দেখতে পারলাম না আপনি কিভাবে দেখলেন বুঝলাম না তো ব্যাপারটা...!! যাইহোক, ঘুরাঘুরির মুহূর্তটা চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে।
তোমার চোখে তো ঘোড়ার গাড়ি পরবে না । তুমি ঘোড়ার গাড়ি দেখলে তো ওইখানে উঠতে চাইতা। আসলেই অনেক ভালো সময় পার করেছি আমরা। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য