সত্যিই গত কালকের বিদায়টা যেন অন্যরকম ছিল গতকাল সারাদিন যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ছিল ঠিক তেমনি ভাবে আমাদের মনে অনেক বেশি কষ্ট ছিল। আসলেই আপনার চাচা অনেক ভালো মানুষ সবার সঙ্গে এত ভালোভাবে বুঝতে পারে যে বোঝাই যায় না যে এই মানুষটাকে এত বয়স হয়েছে। খুব মিস করবো বিশেষ করে যখন বাসায় যাব দোকানের উপর যখন যাব তখন এই মানুষটার কথা অনেক বেশি মনে পড়বে। জীবিকার তাগিদে মানুষ প্রবাস জীবনে পদার্পণ করে এটা আসলে মেনে নিতে হবে, সবসময়ই তার ওপর দোয়া থাকবে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং খুব ভালোভাবে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে।
তিনি মিস করার মতই মানুষ অবশ্যই আমরা সবাই নিজ করব এবং তার জন্য দোয়া থাকবে সবসময়। মতামত প্রকাশের জন্য জন্য অসংখ্য ধন্যবাদ