হাহাহা, আপনার পোস্ট পড়ে হাসতে হাসতে আমি বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আসলেই চুরি করতে অনেক সাহস লাগে সাহস ছাড়া কেউ কখনো চুরি করতে পারে না। এত সিদ্ধান্ত নিয়ে পেনড্রাইভ নিয়ে গেলেন যে খুব দ্রুতই যাতে কাজ শেষ হয়ে যায় কিন্তু পেনড্রাইভ নিয়ে যাওয়ার পরেও আপনি ঠিকমতো চুরি টাও করতে পারলেন না। শেষমেষ অন্য জনের সাহায্য নিতে হলো হাহাহা। আসলেই গল্পটা পড়ে অনেক বেশি ভালো লাগলো। আসলে চুরি করতে যে সাহসটা লাগে সেটা আপনার মধ্যে নেই হা হা হা।
পড়ে হাসি পেলেও তখন আমার কি অবস্থা ছিলো তা ভেবে আমার নিজের ই হাসি পাচ্ছে।