বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমার কাছে। আপনি খুবই ইউনিক ভাবে এই বেগুন ভর্তা করেছেন এরকম ইউনিক ভাবে আমি একবার বেগুন ভর্তা খেয়েছি সেটা হচ্ছে যে এক ভাই আপনার মত করে এরকম ভাবে একদিন বেগুন ভর্তা করেছিল কতটা যে সুস্বাদু লেগেছিল বলে বোঝাতে পারবো না। আপনার এই বেগুন ভর্তা রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির দিনে বেগুন ভাজা,বেগুন ভর্তা দিয়ে খিচুড়ি একদম জমে যায়।আর এভাবে বেগুন ভর্তা করলে খুব মজা হয়।সত্যি অনেক সুস্বাদু ছিলো ভর্তা টি। ধন্যবাদ আপনাকে।