কবিগনেরা হয়তো সেজন্যই একটা বাক্য সব সময় বলতেন সেটা হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আসলে কোন কাজ করতে গেলে সেটা নিয়ে কিছুটা ভাবেই করা দরকার তাহলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা আসতে পারে সে ব্যাপারে ধারণা লাভ করা যায় । আসলে বর্তমান সময়ে শহরের বুকে সবথেকে লাঞ্ছিত হচ্ছে ব্যাচেলরেরা। একটু এদিকে ওদিকে হলেই তাদের সমস্যার ঠিক থাকে না নানান রকম সমস্যা এসে হাজির হয় আপনার ক্ষেত্রেও দেখছি সেটাই ঘটেছে। আসলে বাসা পরিবর্তন করে অন্য বাসায় যাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে তবুও দশ দিনের জন্য থাকার একটা জায়গা পেয়েছেন এটা জেনে খুবই খুশি হলাম। সর্বশেষে সময়টা ভালো কাটবে বলে মনে হচ্ছে।
ভাই কিছু স্বার্থপর মানুষের জন্য তিন মাস কষ্ট করতে হয়েছে! তবে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া!