আপনি আজকে বেশ দারুন দেখতে একটি পালতোলা নৌকা তৈরি করে দেখিয়েছেন। ছোটবেলায় আমরা কিছুটা এভাবেই কাগজ ভাজ করে নৌকা তৈরি করতাম কিন্তু সেটা এরকম পালতোলা থাকত না। যাইহোক আজকে আপনার নৌকা বানানোর পদ্ধতি টা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আর ভালো লাগলো যে এই নৌকাটা বানাতে কাঁচি বা আঠা কোনো কিছুই লাগেনি শুধুমাত্র একটা কাগজ হলেই যথেষ্ট। যাই হোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর পালতোলা নৌকা বানানোর পদ্ধতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গুছিয়ে সাবলীল ভাষায় চমৎকার এই মন্তব্যটি করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।