প্রকৃতি আমাদের জীবনের অংশ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো। আমাদের জীবনটা খুবই অদ্ভুত, জীবনের সময় গুলো খুব তাড়াতাড়ি অতিক্রম হয়ে যাচ্ছে। চোখের সামনে দেখতে দেখতে জীবনের কত পরিবর্তন লক্ষ্য করছি। খাদ্যাবাসের পরিবর্তন হয়েছে, কথা বার্তার পরিবর্তন হয়েছে, চাল চলন, আচার ব্যবহারের পরিবর্তন হয়েছে। এখন আর আগের মত যেখানে সেখানে যেতে ও পারি না। কোন এক অদৃশ্য মায়ায় আটকে যায়। মন চাইলেও অনেক কিছু করতে পারি না। এভাবেই জীবন চলে যাচ্ছে। যায়হোক মনের ভিতরে অনেক কথা। সারাদিন কথা বললেও সেই কথা শেষ হবে না।
এখানে দুটি ফটোগ্রাফি ভিন্ন ভিন্ন অর্থ বহন করছে। প্রথম ফটোগ্রাফিতে শ্রমিকরা শহরের ম্যানহলের কাজ করছে। যে ম্যান হলের মাধ্যমে শহরের সমস্ত ময়লা আবর্জনা এবং পানি নিষ্কাশন হয়। একদিন শহরের ইউনিয়ন অফিসে গেছিলাম। আসার সময় ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। আর দ্বিতীয় ফটোগ্রাফিটা ভিক্টোরিয়া হাসপাতালের সামনে থেকে নিয়েছি। ঐদিন ভালোই বৃষ্টি ছিল। তারপরেও অসুস্থতার জন্য যেতে হয়েছিল। বৃষ্টি হলে শহরের কিছু রাস্তা খুবই সুন্দর লাগে। ধুলাবালি উড়ে না।
এখানে আমি দুইটি ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। দুটি ফুলই সবার চিরচনা। একটি হলো লাল জবা আর দ্বিতীয়টি হলো জেসমিন ফুল। জবা ফুলের তেমন ঘ্রাণ না থাকলেও ইহার সৌন্দর্য অনেক ভালো লাগে। আমরা বিভিন্ন জায়গায় এই ফুলের উপস্থিতি দেখতে পাই। আর দ্বিতীয় ফুলটি দেখতে কিছুটা ছোট হলেও এ ফুলের সুঘ্রান রয়েছে। দুটি ফুলের ফটোগ্রাফি আমি এক মসজিদের আঙ্গিনা থেকে ক্যাপচার করেছিলাম।
সবার শেষে যে দুটি ফটোগ্রাফি শেয়ার করেছি এগুলো হলো তিতাস নদীর। এখন বর্ষাকাল নদ নদীতে পানি থৈ থৈ করছে। নদীর সৌন্দর্য হলো পানি,পানি ছাড়া নদীর সৌন্দর্য ফুটে ওঠে না। গত ঈদুল আযহাতে আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে এই দুইটি ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম। যদিও এখন চতুর্পাশে পানি তবে বর্ষা চলে গেলে এই চতুর্পাশের পানি শুকিয়ে যায়।
এ হলো আমার আজকের আয়োজন। আজকে আমি প্রকৃতিকে নিয়ে কিছু লেখার চেষ্টা করলাম। প্রকৃতিকে নিয়ে যতই লেখা হয় না কেন কম হয়ে যায়। কারণ প্রকৃতির সৌন্দর্য লিখে শেষ করা যায় না। যতই প্রকৃতি দেখি ততই মুগ্ধ হই। যদিও ইদানিং কালে আমাদের অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে ধীরে ধীরে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ প্রকৃতির প্রতি কিছুটা উদাসীন। বাড়ির আঙ্গিনায় ঘরের পাশে প্রকৃতি নষ্ট হলেও কেউ ফিরে তাকাতে চায় না। অথচ আমরা বুঝতে চাই না যে প্রকৃতি ছাড়া আমাদের বাঁচাও অসম্ভব। ফুল ফল গাছপালা নদী-নালা এগুলো সবই প্রকৃতির এক একটি অংশ। আশা করি আমরা সবাই প্রকৃতির প্রতি সহানুভূতি প্রকাশ করবো
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
স্থান | ব্রাহ্মনবাড়িয়া,ঢাকা, বাংলাদেশ |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
I really enjoyed reading your random photography post. Your writing is very beautiful. The pictures are very beautiful to look at. I hope you can do something good here. Thank you very much for posting beautiful things among us. I hope you will give us more beautiful beautiful posts. Okay, stay well and stay healthy. I always wish you a bright future.
https://x.com/RamimHa74448648/status/1956579152770789642?t=I1TNQBvpxN75ckjeiJKojw&s=19
https://x.com/RamimHa74448648/status/1956579460163236288?t=2yMDujz4mdS1AnRHXIN4Mg&s=19