ডেঙ্গু আতঙ্ক: প্রতিদিনের জীবনে নীরব এক যুদ্ধ।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বাংলাদেশে এখন ডেঙ্গু যেন এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। প্রতিদিনই খবরের কাগজ খুললেই চোখে পড়ে নতুন আক্রান্তের সংখ্যা আর মৃত্যুর করুণ পরিসংখ্যান। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। মাত্র গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন মানুষ। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে লুকিয়ে আছে শত শত পরিবারের কান্না, ভয় আর অনিশ্চয়তা।
আমার অফিসের একজন সহকর্মী কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টানা ১৫ দিন হাসপাতালে ছিলেন। তার মুখে শুনেছি কেমন ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। অবিরাম জ্বর, শরীরে ব্যথা, চোখের কোটরে ব্যথা, আর প্রচণ্ড দুর্বলতা। ঠিক যখন সে সুস্থ হয়ে অফিসে ফিরলো, তখন আবার আরেকজন সহকর্মী অসুস্থ হয়ে আসতে পারছে না। তারও সন্দেহ ডেঙ্গু হয়েছে, টেস্ট করাতে হবে। শুধু অফিসেই নয়, গতকাল এক বান্ধবী ফোন দিয়ে জানালো তারও ডেঙ্গু ধরা পড়েছে। এক কথায়, চারপাশে এখন সবাই কোনো না কোনোভাবে এই রোগে আক্রান্ত বা আতঙ্কে আছে।
স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, তারপরেই ঢাকা বিভাগ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে মোট ৯৫ জন। ভাবতে অবাক লাগে, রাজধানীর মতো জায়গায় যেখানে সচেতনতা, চিকিৎসা ও ব্যবস্থা থাকার কথা, সেখানেই মৃত্যুর হার সবচেয়ে বেশি।
মূলত ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার অন্যতম কারণ হচ্ছে মশা নিয়ন্ত্রণে অদক্ষতা ও জনসচেতনতার ঘাটতি। শহরের ড্রেন, ছাদ, ফুলের টব বা পুরনো টায়ারের ভেতরে সামান্য জমে থাকা পানিই হয়ে উঠছে ডেঙ্গু মশার আদর্শ প্রজনন ক্ষেত্র। অথচ আমাদের অনেকেই এখনো বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি। কেউ নিয়মিত বাসার আশপাশ পরিষ্কার রাখছি না, কেউবা পানি জমে থাকা জায়গাগুলো খেয়ালই করছি না।
এখন সময় এসেছে এই ভয়াবহ পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নেওয়ার। শুধু সরকার বা সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে, আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে। নিজের বাসা, অফিস, এলাকার আশেপাশে যেন পানি না জমে, সেটি নিশ্চিত করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন করে চারপাশ ভালোভাবে পরীক্ষা করা উচিত। এছাড়া, সকালে ও সন্ধ্যায় মশারি ব্যবহার, লম্বা পোশাক পরা, এবং মশারোধী স্প্রে ব্যবহার করাও জরুরি।
ডেঙ্গু কোনো সাধারণ রোগ নয়। এটি একবার হলে শরীরে মারাত্মক দুর্বলতা রেখে যায়, কখনো কখনো মৃত্যুও ডেকে আনে। তাই এখনই সময় সাবধান হওয়ার। জীবন একটাই অসচেতনতায় সেটা হারানোর কোনো মানে নেই।
প্রতিদিনের এই অজানা আতঙ্কের মধ্যেও আমরা কাজ করছি, চলছি, হাসছি কিন্তু ভেতরে ভেতরে সবাই এক ধরনের ভয় নিয়ে বেঁচে আছি। আজকের এই ব্লগ লেখার মূল উদ্দেশ্যও সেই সচেতনতা ছড়িয়ে দেওয়া। কারণ, সময় থাকতে যদি আমরা সতর্ক না হই, তাহলে হয়তো কাল সেই খবরের পাতায় আমাদের কোনো প্রিয়জনের নামও যুক্ত হতে পারে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server