পাকিস্তানের লজ্জাজনক হার: ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক সিরিজ জয়।।
বাংলা ভাষার কমিউনিটি
Screen short form windis-Cricket
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
ওয়ানডে ক্রিকেটে কখনো কখনো এমন কিছু ম্যাচ হয় যা বছরের পর বছর আলোচনায় থাকে। ২০২৫ সালের এই পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচটি নিঃসন্দেহে তেমনই একটি ম্যাচ হয়ে থাকবে। বিশেষ করে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের জন্য লজ্জার একটি অধ্যায় হিসেবে।
তিন ম্যাচের সিরিজে দুই দলই প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল। ফলে তৃতীয় ম্যাচটি ছিল এক অর্থে ফাইনাল। পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। উইকেট ও কন্ডিশন দেখে মনে হচ্ছিল বোলাররা কিছু বাড়তি সহায়তা পাবে, কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো।
ব্যাট হাতে নেমেই ওয়েস্ট ইন্ডিজ সতর্ক সূচনা করে। ওপেনার ব্র্যান্ডন কিং ৫ রানে দ্রুত বিদায় নিলেও অপর প্রান্তে ইভিন লুইস ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে আসল নায়ক ছিলেন অধিনায়ক শাই হোপ। তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী শট খেলতে থাকেন এবং পাকিস্তানের বোলারদের চাপে ফেলে দেন। ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন।
Screen short form windis-Cricket
মধ্য ওভারে কেসি কার্টি ১৭ ও শেরফেইন রাদারফোর্ড ১৫ রান যোগ করলেও আসল তাণ্ডব চালান রোস্টন চেজ। মাত্র ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে রানরেট বাড়িয়ে দেন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ২ উইকেট নিলেও বাকি বোলাররা কার্যকর প্রভাব ফেলতে পারেননি।
২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান একেবারেই ভেঙে পড়ে। ইনিংসের প্রথম চার ব্যাটার সাইম আয়ুব ০, আবদুল্লাহ শফিক ০, বাবর আজম ৯ ও মোহাম্মদ রিজওয়ান ০, তারা মোটে ৯ রান যোগ করতে সক্ষম হন। জেডেন সিলস দুর্দান্ত বলিং করে একে একে টপ অর্ডারকে ফিরিয়ে দেন।
একপ্রান্তে সালমান আগা কিছুটা লড়াই করার চেষ্টা করেন, ৪৯ বলে ৩০ রান করেন, কিন্তু সঙ্গীর অভাবে তিনি কার্যকর ইনিংস খেলতে পারেননি। হাসান নবাজ ১৩ রান করেন, বাকিরা এক অঙ্কের ঘরে থেমে যান। ফলাফল মাত্র ২৯.২ ওভারে ৯২ রান করে অলআউট হয়ে যায়।
Screen short form windis-Cricket
জেডেন সিলস ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসের নায়ক হয়ে ওঠেন, সঙ্গে গুডাকেশ মটিও ৩ উইকেট দখল করেন।
ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানের বিশাল ব্যবধানে জয় পায় যা যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে বড় জয়। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে তারা সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়। পাকিস্তানের জন্য এই হার শুধু সিরিজ হার নয়, বরং দলের ব্যাটিং ইউনিটের এক করুণ চিত্র তুলে ধরেছে।
পাকিস্তানের পরাজয়ের মূল কারণ স্পষ্ট টপ অর্ডারের ব্যর্থতা ও বোলারদের ধারহীনতা। যেখানে শাই হোপ একাই ম্যাচের রূপ বদলে দেন, সেখানে পাকিস্তানের কেউ ইনিংস ধরে রাখতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা জরুরি, যা এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল কিভাবে চাপের ম্যাচে পরিকল্পনা মেনে খেলতে হয়। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ছিল শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা। বিশেষ করে শাই হোপের ব্যাটিং ও জেডেন সিলসের বলিং দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা।
Screen short form windis-Cricket
এই ম্যাচ পাকিস্তান দলের জন্য বড় সতর্কবার্তা। সামনে বড় টুর্নামেন্টগুলিতে টিকে থাকতে হলে টেকনিক্যাল ও মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের জন্য এই জয় একটি বড় প্রেরণা, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।
ক্রিকেটে হার-জয় স্বাভাবিক, কিন্তু কিছু হার থাকে যা শেখায় এবং পাকিস্তানের জন্য এই হার তেমনই এক শিক্ষা হয়ে থাকবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আপনার লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। খেলাতে তো হার জিত থাকবেই। একদল জিতবে অপর দল হারবে এটাই তো স্বাভাবিক। আপনি মনে হয় ক্রিকেট খেলা খুবই ভালোবাসেন। আমি নিজেও ক্রিকেট খেলা খুবই ভালোবাসি। যাহোক ভালো লাগলো ভাই একজন অন্তত ক্রিকেট প্রেমিক লোক পেলাম। ঠিক আছে ভালো থাকবেন। আপনার উন্নত ভবিষ্যৎ কামনা করি
https://x.com/pussmemecoin/status/1955665905020797292?t=pC1iB_WUlcaVX8Za2kifVA&s=19
https://x.com/RamimHa74448648/status/1955870491530449231?t=BkrbgUHLZGOS0sHLycJ5qQ&s=19
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাটি আমি একটু দেখেছিলাম।আসলে খেলার মধ্যে হার জিত আছে।তবে পাকিস্তান এভাবে ম্যাচ হারবে তা কল্পনার বাইরে।আসলে এই হার থেকে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার।যে সামনের ম্যাচগুলো যেন ভালো কিছু করতে পারে।যাইহোক খুব সুন্দর ভাবে রিভিউ শেয়ার করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।